
কলকাতা: রাজ্যের অগ্নিকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি মন্তব্য প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন, “অগ্নিকাণ্ডে আপনার লোক শামিল মমতাজি। জলা জমিতে গুদাম হয়েছে। তা বাইরে থেকে কেন বন্ধ ছিল? ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। বাইরে আসতে পারেননি।” শাহ আরও বলেন, “মমতাজি, পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পরে বিজেপি সরকার এলে এই অগ্নিকাণ্ডের অপরাধীদের জেলে পাঠানো হবে।”
শাহের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি রাজ্য সরকারের দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছেন না। তিনি বলেন, যারা অগ্নিকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ও আহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রশাসনিকভাবে তদারকি আরও জোরদার করার দাবি তুলেছেন।
রাজ্য রাজনৈতিক মহলে এই মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। শাসক দলের বিরুদ্ধে দায় চাপানোর বিষয়টি এখন রাজ্যের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনী প্রেক্ষাপটে কেন্দ্র ও রাজ্যের এই প্রকার কথোপকথন রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করবে।
শাহের কড়া বার্তা পরিষ্কার: অগ্নিকাণ্ডের দায় এড়ানো যাবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে, যা রাজ্য প্রশাসন ও সাধারণ মানুষ দুজনের জন্যই সতর্কতার ইঙ্গিত।
