বেঙ্গালুরু এফসি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) প্লে-অফে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নতুন ইতিহাস গড়ল। শনিবার মুম্বই সিটি এফসিকে একপেশে ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তারা সেমিফাইনালের পথে এগিয়ে গেল। আইএসএল প্লে-অফের ইতিহাসে এত বড় জয় খুব কম দলই পেয়েছে, যা বেঙ্গালুরুর আধিপত্য আরও দৃঢ় করল।
পুরো ম্যাচ জুড়েই তারা আক্রমণাত্মক ফুটবল খেলেছে, মুম্বই সিটির রক্ষণকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দেয়নি। পাঁচটি দুর্দান্ত গোল করে তারা ম্যাচটি একতরফা করে দেয়। এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল, যেখানে তাদের মুখোমুখি হবে গোয়া এফসি।
আগামী ২ ও ৬ এপ্রিল সেমিফাইনালের দুই লেগ অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু এফসি এই ঐতিহাসিক জয়ের পর ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আরও উজ্জীবিত। দলটি এখন আত্মবিশ্বাসের চূড়ায় এবং প্রতিপক্ষকে টপকে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে প্রস্তুত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বেঙ্গালুরু। মাত্র ৯ মিনিটে তারা প্রতিপক্ষের রক্ষণভাগে চাপে ফেলে প্রথম গোল আদায় করে নেয়। রায়ান উইলিয়ামসের বাড়ানো নিখুঁত ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন মুম্বইয়ের ডিফেন্ডার থায়ের ক্রুমা।
বল তার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, আর সুযোগ বুঝে সেটি দখল করেন সুরেশ সিং ওয়াংজাম। কোনোরকম দেরি না করে তিনি দুর্দান্ত এক শটে বল জালে জড়ান। মুম্বইয়ের গোলরক্ষক সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই গোলের পর থেকেই বেঙ্গালুরু ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে তোলে।
এরপর মুম্বইয়ের শিবিরে আরও চাপ বাড়ায় বেঙ্গালুরু। প্রথমার্ধের শেষ দিকে রায়ান উইলিয়ামস বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বেঙ্গালুরু। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এদগার মেন্দেস।
দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু এফসির আক্রমণের ধার আরও বেড়ে যায়। প্রতিপক্ষের রক্ষণভাগ চাপে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ম্যাচের ৬২তম মিনিটে সুরেশ সিংহ ওয়াংজামের চমৎকার পাস থেকে গোলের সুযোগ পান রায়ান উইলিয়ামস। কোনো ভুল না করে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। এরপর বেঙ্গালুরু আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মুম্বইয়ের রক্ষণভাগকে পুরোপুরি ছিন্নভিন্ন করে দেয়।
চতুর্থ গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। মাঝমাঠ থেকে হর্হে পেরেরা দিয়াসের দারুণ পাস ধরে দূরপাল্লার এক জোরালো শটে বল জালে পাঠান সুনীল। গোলরক্ষকের কিছুই করার ছিল না। বেঙ্গালুরুর দুর্দান্ত পারফরম্যান্সে মুম্বই সিটির খেলোয়াড়রা দিশেহারা হয়ে পড়ে। একের পর এক আক্রমণের সামনে প্রতিপক্ষের রক্ষণ দুর্বল হয়ে যায়, আর বেঙ্গালুরু দাপট দেখিয়ে খেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
ম্যাচের শেষ দিকে বেঙ্গালুরুর জয়কে আরও নিশ্চিত করেন হর্হে পেরেরা দিয়াস, যিনি একসময় মুম্বই সিটির হয়েই খেলতেন। সতীর্থ আলবের্তো নগুয়েরার নিখুঁত পাস ধরে বক্সের ভেতরে প্রবেশ করেন তিনি এবং ঠান্ডা মাথায় শট নিয়ে বল জড়িয়ে দেন জালে। এই গোলের ফলে মুম্বইয়ের পরাজয় আরও করুণ হয়ে ওঠে, আর বেঙ্গালুরু এফসি নিজেদের আধিপত্যের ছাপ স্পষ্ট করে দেয়।
পুরো ম্যাচজুড়ে মুম্বইয়ের রক্ষণভাগ ছিল বিপর্যস্ত, আর বেঙ্গালুরুর আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। পাঁচ গোলের এই দুরন্ত জয় শুধুমাত্র সেমিফাইনালে পৌঁছানোর টিকিটই নিশ্চিত করেনি, বরং আইএসএল প্লে-অফের ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে জায়গা করে নিল। বেঙ্গালুরুর এই পারফরম্যান্স প্রতিযোগিতার বাকি দলগুলোর জন্যও সতর্কবার্তা, যেখানে তারা দেখিয়ে দিল, ফর্মের তুঙ্গে থেকে ট্রফির অন্যতম দাবিদার হিসেবেই তারা মাঠে নামতে চলেছে।
