নতুন সরকার গঠনের পর দিল্লির বিধানসভায় বিজেপি বিধায়ক অভয় ভর্মা জানতে চান, ২০২৪-২৫ অর্থবর্ষে আবগারি শুল্কে সরকারের কত আয় হয়েছে। বিধানসভায় তার প্রশ্নের উত্তরে জানানো হয়, গত এক বছরে দিল্লি সরকার মদ থেকে মোট ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
এই তথ্য সামনে আসার পরই রাজনৈতিক তরজা তুঙ্গে। আপ সরকারের বিরুদ্ধে মদের নীতি নিয়ে বিজেপি আগেই সরব হয়েছিল। কিন্তু, এখন দেখা যাচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন দিল্লি সরকারও আবগারি শুল্ক থেকে মোটা অঙ্কের আয় করছে।
তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে দিল্লিতে ২১.২৭ কোটি লিটার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫.৮২ লক্ষ লিটার মদ বিক্রি হয়েছে। এই বিক্রির ফলে ২০২৩-২৪ অর্থবর্ষে দিল্লি সরকারের আয় হয়েছে ৫ হাজার ১৬৪ কোটি টাকা।
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই রাজনৈতিক প্রতিপক্ষরা বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে। আপ নেতারা বলছেন, বিজেপি আগে আপের মদের নীতির সমালোচনা করেছিল, অথচ তারাই এখন মদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দিল্লি বিধানসভায় আরও জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে আবগারি শুল্ক থেকে ৫ হাজার ৫৪৭ কোটি এবং ২০২১-২২ অর্থবর্ষে ৫ হাজার ৪৮৭ কোটি টাকা আয় হয়েছিল।
এদিকে, বিধানসভায় দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রির হিসাবও প্রকাশ করা হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে দুধ বিক্রি করে সরকারের আয় হয়েছে মাত্র ৩০০ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে ফেব্রুয়ারি পর্যন্ত দুধ বিক্রি থেকে ২০৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি এখন আবগারি শুল্কের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা যখন আপ সরকারের মদের নীতিকে ঘিরে আক্রমণ শানিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল যে ভবিষ্যতে এই নিয়েই নতুন বিতর্ক তৈরি হবে। আপের দাবি, বিজেপির সরকারও মদ বিক্রি থেকে আয় করছে, অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হয়েছে।
দিল্লির এই মদের রাজস্ব নিয়ে চলমান বিতর্কে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
