রাজ্যে ফের সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। তৃণমূলের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে হিংসার বাতাবরণ তৈরি করছে, অন্যদিকে বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে তৃণমূলই অশান্তির মদত দিচ্ছে।
বিগত কয়েকদিনে বীরভূমের সাঁইথিয়া ও নানুরে সংঘর্ষের পর মালদার মোথাবাড়ি ও মুর্শিদাবাদের নওদায় হিংসার ঘটনা ঘটেছে। এই আবহে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সতর্ক করে দিয়ে বলেন, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে। তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন, যেখানে অভিযোগ, বিজেপি কর্মীরা একটি মন্দিরের মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ে।
তৃণমূলের ব্লক সভাপতি শংকর সরকার দাবি করেন, বিজেপির উদ্দেশ্য শান্ত বাংলাকে অশান্ত করা। শ্মশানে গিয়ে ঠাকুরের মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়েছে দুই বিজেপি কর্মী। দেবাংশু সেই পোস্ট শেয়ার করে রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দেন।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা অভিযোগ তোলেন, তৃণমূলই হিংসা ছড়াচ্ছে। মোথাবাড়ির ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানায় আগুন লাগানোর চেষ্টা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুই দলের বাকযুদ্ধ রাজ্যের রাজনীতিকে আরও সরগরম করে তুলেছে।