চলতি বাজেট অধিবেশনেই সংসদে পেশ হতে পারে ওয়াকফ সংশোধনী বিল। সূত্রের খবর, মঙ্গলবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে কেন্দ্র। সেই সঙ্গে দুপুর সাড়ে বারোটায় লোকসভা অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকও হওয়ার কথা।
গত বাদল অধিবেশনে বিলটি সংসদে তোলা হলেও তা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। পরে যৌথ সংসদীয় কমিটি (JPC) গঠন করে বিলের খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। এবার বাজেট অধিবেশনের শুরুতেই সেই কমিটি লোকসভায় বিল জমা দিয়েছে, তবে এখনও তা আলোচনার জন্য ওঠেনি। এবার সেই কাজ সম্পূর্ণ করতে তৎপর বিজেপি।
সংসদীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের বিশেষ বৈঠকে ঠিক হবে কোন কক্ষে বিল পেশ করা হবে। সেই কাজ মিটলেই বুধবার লোকসভায় শুরু হতে পারে ওয়াকফ বিল নিয়ে আলোচনা। সরকারের লক্ষ্য, অধিবেশন শেষ হওয়ার আগেই বিল পাশ করানো।
এই প্রক্রিয়াকে তরান্বিত করতে বিজেপি সাংসদদের ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে তিন লাইনের হুইপ জারি করেছে। সংসদের পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “যখন আমরা বিল পেশ করছি, তখন সাংসদদের পূর্ণ উপস্থিতি প্রয়োজন। আমি বিশেষভাবে অনুরোধ করছি, সবাই যেন থাকেন।”
ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিরোধীরাও নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার সংসদীয় বৈঠক ডাকতে চলেছেন, যেখানে বিরোধী দলগুলি বিলের বিরুদ্ধে কৌশল নির্ধারণ করবে। কংগ্রেস ইতিমধ্যেই ফ্লোর কোঅর্ডিনেশন করতে অন্য বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
এই বিল সংসদে পাশ করাতে গেলে সরকারকে কড়া প্রতিরোধের মুখে পড়তে হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ওয়াকফ নিয়ে কেন্দ্র-বিরোধী সংঘাত কতটা তীব্র হবে, তা স্পষ্ট হবে আগামী কয়েকদিনের মধ্যেই।