রাম বিরোধী হলে তিনি অবশ্যই রাষ্ট্রবিরোধী, এবার এই ভাষাতেই রামনবমীর সকালে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, রামবিরোধী আর রাষ্ট্রবিরোধী সমার্থক। রামবিরোধীদের মতো শেষ হয়ে যাবে রাষ্ট্রবিরোধীরাও, এ কথাই বললেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ রামনবমীর সকালে মেদিনীপুরের গোপগড়ের গোপনন্দিনী মন্দিরে পুজো দেন। তারপর l গোপগড়ে রামনবমীর বাইক মিছিলের উদ্বোধন করেন তিনি। এদিনের রাম নবমী উপলক্ষে আয়োজিত বাইক মিছিলে অংশগ্রহণ করেন বেশ কয়েকশ রামভক্ত মানুষজন।
এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যারা রামবিরোধী তারা রাষ্ট্রবিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দু’জনকে সমান চোখে আমরা দেখি। রামবিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্রবিরোধীরাও ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোণায় কোণায় এক সময় বোমা, বন্দুক, মাইন ফাটত। সব ঠান্ডা হয়ে গেছে। রামভক্তরা জেগেছে রাষ্ট্রবিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে গুয়াহাটি কোথাও বোম বন্দুকের আওয়াজ নেই। খালি পশ্চিমবাংলায় আছে।”
দিলীপবাবুর দাবি, “ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বগুরু হবে। উন্নত দেশ হবে। আর রামের আদর্শকে নিয়ে এগোবে। তাই প্রতি নিয়ত রামনবমীকে নিয়ে উৎসবের সংখ্যা বাড়ছে, উৎসাহ বাড়ছে। পুলিশের কাজ বাধা দেওয়া নয়। উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সহযোগিতা করা। তারা উলটো করলে ব্যাপারটা উলটো হবে।”
রাম নবমী উপলক্ষ্যে সকাল থেকেই উত্তেজনার পারদ আজ তুঙ্গে। রামনবমীর দিনে বুলেট চেপে মিছিল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিনের বাইক মিছিলে শুভেন্দু অধিকারীর মাথায় হেলমেট ছিল। কিন্তু হেলমেটের তোয়াক্কা না করেই রীতিমত বাইকের চালকের আসনে বসেন দিলীপ ঘোষ।
