সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যে স্কুল শিক্ষায় অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি সৃষ্টি করা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের আবেদন খারিদ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আইনসঙ্গত কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও এই সিদ্ধান্তকে অপরাধ বলে গণ্য করা যায় না জানিয়েছে সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার কার্যবিবরণীতে কোথাও বেআইনি চাকরি বাঁচাতে এই পদ সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ নেই। তাই এটা নিয়ে প্রশ্ন তোলা যায় না। তবে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কতটা আইন সংগত তা নিয়ে মামলার পথ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট। যদিও রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষক কর্মীর প্যানেল বাতিল হওয়ার পর রাজ্য সরকার যে অস্বস্তিতে পড়েছে তারপর আজ রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ ধাওয়ায় কিছুটা হল স্বস্তি রাজ্য সরকারের।
২০২২ সালে এসএসসি মামলা হাইকোর্টে চলাকালীন রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা প্রথম হাইকোর্টে জানায় রাজ্য শিক্ষা দপ্তর। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগের অনুমতিও চায় শিক্ষা দপ্তর। যদিও হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই গোটা ঘটনায় সরকারি নির্দেশিকা খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল রাখে। এবার সুপ্রিম কোর্ট মামলার শুনানির চূড়ান্ত পর্বে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল।