Jazzbaat24 বাংলায় মুখ খুললেন শ্রীলেখা মিত্র
শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
…………
ঘটনার সূত্রপাত গত ৬-ই এপ্রিল সকালের,ঘটনাস্থল ঠাকুরপুকুর বাজার । একটি বিলাসবহুল চার চাকা গাড়ি রায়পুরের দিক থেকে আসছিল,প্রথমে রায়দীঘির কাছে একটি গাড়িকে ধাক্কা মারে,তারপর ঘাতক গাড়ি চলে আসে ঠাকুরপুকুরে বাজারে,রবিবাসরীয় সকাল হওয়ায় বাজারে ভিড় ছিল যথেষ্ট,সেখানে ফের বাজারে উপস্থিত ৮ থেকে ৯ জনকে ধাক্কা মারে এই গাড়ি ,রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইক ও সাইকেলকে ধাক্কা মেরে খানিকটা এগিয়ে একটি স্কুটি গাড়ির তলায় আটকে যায় । ছুটে আসেন স্থানীয় লোকজন,বেধড়ক মারধর করা হয় গাড়িতে উপস্থিত এক মহিলাকে,গাড়ির চালকের আসনে ছিলেন ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর । দেখা যায় তিনিও ছিলেন মদ্যপ অবস্থায়,অন্য এক মহিলার এমনই অবস্থা যে দাঁড়ানোরও ক্ষমতা নেই তার । ঘটনায় জখম হন ৭ জন,যার মধ্যে একজনের মৃত্যুও হয় । পরে জানা যায় মদ্যপ অবস্থায় যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি টলিউডের ছোট পর্দার পরিচালক ,গাড়িতে আরো দুজন অভিনেতার উপস্থিতির কথাও জানান স্থানীয়রা,যদিও ঘটনার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি । এর পরেই প্রশ্ন ওঠে,চুপ কেন টলিউডের একাংশ ? Jazzbaat24 বাংলায় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । ঘটনার তীব্র নিন্দা করে এই অভিনেত্রী জানান ‘টলিউডের একাংশকে ওপর ওপর সক্ষতা মেনে চলতে হয়,দরকারে যাতে পাশে পাওয়া যায় ,নিশ্চই কোনো শক্ত খুঁটি রয়েছে যেই কারণে অনেকেই চুপ ।’ তিনি আরও বলেন , ‘ যে বা যারা এই ঘটনাটি ঘটলো,যাতে একজনের প্রাণ গেল তার দায় কে নেবে ? ওদের বুঝতে হবে তারাও আলাদা কেউ না যার জন্য অন্যায় করেও সুবিধা পাবে।’ সেই সঙ্গে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মত আইনত অপরাধমূলক এই কাজ যারা ঘটালো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে তিনি বলেন ,’কারোর ফুর্তির জন্যে কারোর হঠকারিতার জন্যে কোনো নিরীহ মানুষের প্রাণ যাবে আর কেউ প্রভাবশালী বলে পার পেয়ে যাবে তা হয় না । ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘাতক চালক কে ।