সদ্য মাদুরাইতে শেষ হয়েছে ২৪ তম পার্টি কংগ্রেস। আর ঠিক তারপরেই গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে পলিটব্যুরো প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এটি উচিৎ কাজ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। এই সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। তাই তারা এই ব্যাপারে দলের পলিটব্যুরো এই প্রেস বিবৃতি জারি করেছে। এই কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে তারা তীব্র সমালোচনা করে। এই ভর্তুকি যুক্ত সিলিন্ডার ও ভর্তুকিহীন সিলিন্ডার এর মাধ্যমে সরকার এর অতিরিক্ত আয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা। যা সাধারণ মানুষের পকেট থেকে যাবে। পেট্রোল ও ডিজেলে যে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে তাতে সরকারের ঘরে আসবে প্রায় ৩২ হাজার কোটি টাকা। এই গ্যাসের দাম বৃদ্ধি ও পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি বৃদ্ধি করে কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে আরও বিপদে ফেলে দিল বলেও অভিযোগ বামেদের। একদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি ও সাধারণ মানুষের এই আয় নিয়ে অচলাবস্থার মাঝে গ্যাসের দাম বৃদ্ধি করে তাঁদের ভাড়ার ঘরে টান দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। যদিও এর মধ্যে তৃণমূল কংগ্রেস এই গ্যাসের দাম নিয়ে পথে নেমেছে রাজ্য জুড়েই বামেদের এই প্রতিবাদের আগেই। সিপিএমের পলিটব্যুরো দাবি জানিয়েছে, যে কেন্দ্র সরকার যেনো এই সিদ্ধান্ত থেকে সরে আসে। না হলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে।