ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় নেতা অমিত মালব্য একের পর এক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধানের প্রতি কোনও শ্রদ্ধা নেই, সুপ্রিম কোর্টকেও মান্যতা দেন না। পুলিশের দাবি অনুযায়ী পরিস্থিতি যদি নিয়ন্ত্রণেই থাকে, তবে কেন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কী লুকোতে চাইছেন?
৮ এপ্রিল মুর্শিদাবাদের উমরপুরে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা অবরোধ তোলার চেষ্টায় আসা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন। পালটা পুলিশও টিয়ার গ্যাসের সেল ফাটায়। দু’পক্ষের মধ্যে প্রায় দু’ঘণ্টা ধরে চলে খণ্ডযুদ্ধ। অন্তত দু’জন পুলিশকর্মী আহত হন বলে পুলিশের দাবি। এছাড়াও, পুলিশের দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
এর আগের দুই দিনও জেলায় দফায় দফায় বিক্ষোভ হয়েছে সুতি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, ৮ তারিখের ঘটনার তীব্রতা প্রশাসনের সামনে বড় প্রশ্ন তুলে দেয়।
এই অশান্তির জেরে ১২ নম্বর জাতীয় সড়কের একাংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। যদিও রাজ্য সরকারের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। তবে বিরোধীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতি ঢাকতেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
অমিত মালব্য বলেন, যিনি একসময় সিএএ’র প্রতিবাদে ‘কা কা ছি ছি’ গেয়েছিলেন, তিনিই আজ ওয়াকফ ইস্যুতে নিশ্চুপ। তাঁর কণ্ঠস্বর কি নীরব হয়ে গিয়েছে?
ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে ফের একবার আইনশৃঙ্খলা এবং বাক্স্বাধীনতা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।