ভারতীয় ক্রিকেটে ফের একবার ঘনিয়েছে অস্বচ্ছতার মেঘ। জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের আকস্মিক প্রস্থান এবং কলকাতা নাইট রাইডার্সে তাঁর প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে প্রশ্নের পর প্রশ্ন। বিসিসিআই এখনও পর্যন্ত তাঁর বরখাস্তের বিষয়ে মুখ খোলেনি, অথচ কেকেআর-এর সামাজিকমাধ্যমের একটি পোস্ট জানিয়ে দিল—নায়ার ফিরে এসেছেন তাঁদের কোচিং শিবিরে। এই ঘোষণার পরেই দেশের ক্রিকেটমহলে আলোড়ন শুরু হয়েছে।
এই ঘটনায় সবচেয়ে বিস্ময়কর দিক হলো, একদিকে বোর্ড বলছে, ‘১-২ দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে’, অন্যদিকে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি নির্দ্বিধায় জানিয়ে দিচ্ছে, তারা নায়ারকে ফের দলে অন্তর্ভুক্ত করেছে। বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও পরিষ্কার বার্তা আসেনি, অথচ ঘটনাপ্রবাহ যা বলছে, তা থেকে অনুমান করা যায়—অভিষেক নায়ারের বিদায় খুব একটা মসৃণ ছিল না। ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, তাঁকে ‘অপমানজনকভাবে’ বরখাস্ত করা হয়েছে, এবং সেই সিদ্ধান্তের পর কেকেআর যেন তাঁর জন্য অপেক্ষায় ছিল।
নায়ারের সঙ্গে কেকেআর-এর সম্পর্ক নতুন নয়। ২০১৮ সাল থেকে দলের সঙ্গে যুক্ত তিনি, ছিলেন দলের কোচিং পরামর্শদাতা হিসেবে। সাত বছর ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন কোচিংয়ের অদৃশ্য পর্দার আড়াল থেকে। গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক এবং কাজের অভিজ্ঞতা তাঁকে জাতীয় দলের সহকারী কোচ পদে পৌঁছে দিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে, যেখানে টেন দুশখাতে ও মর্নে মর্কেল এখনও জাতীয় দলে তাঁদের দায়িত্ব পালন করছেন, সেখানে একমাত্র নায়ারই বাদ পড়লেন। এই বৈষম্যমূলক সিদ্ধান্তই আরও বেশি করে প্রশ্ন তুলে দিচ্ছে বিসিসিআই-এর অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে।
বোর্ড সচিব দেবজিত সাইকিয়াকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। এর আগেও তিনি বলেছিলেন, এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কিন্তু সেই ‘শীঘ্রই’-এর মধ্যেই কেকেআর তাঁর প্রত্যাবর্তনের কথা ঘোষণা করে দিল। বোর্ড যখন নীরব, তখন একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির এমন সরব ঘোষণায় পরিষ্কার যে, ক্রিকেট প্রশাসনের মধ্যেই চলছে স্পষ্ট মতপার্থক্য।
নায়ার ইতোমধ্যেই কেকেআরের শিবিরে যোগ দিয়েছেন এবং আগামী ২১ এপ্রিল ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নাইটদের হোম ম্যাচে তাঁকে মাঠে দেখা যাবে। প্রাক্তন অলরাউন্ডার হিসেবে তাঁর বিশ্লেষণী চোখ কেকেআর-কে আবার নতুন করে গড়তে সাহায্য করতে পারে। কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভোর সঙ্গে মিলিতভাবে তিনি গড়তে চলেছেন নতুন একটি কোর গ্রুপ।
এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় কেকেআর রয়েছে ছয় নম্বরে। সাত ম্যাচের মধ্যে তিনটিতে জয় পাওয়া দলটি প্লে-অফে উঠতে চাইলে পরবর্তী ম্যাচগুলোতে ধারাবাহিকতা আনতেই হবে। সেখানে অভিষেক নায়ারের আগমন দলকে মানসিকভাবে চাঙ্গা করতে পারে—সেই আশাই করছেন নাইট ভক্তরা।