আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্রমেই কড়া আইনের দেশ হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র। সদ্য কয়েক হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন।ক্যাম্পাসে প্রতিবাদ আন্দোলন নয় অভিযোগ ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো অপরাধের জন্য নিশানা করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। বিপুল অর্থ খরচ করে আমেরিকায় পড়তে যাওয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে অনেকের কাছে।ভারতীয়-সহ শয়ে শয়ে বিদেশি শিক্ষার্থীদের ‘স্ব-নির্বাসন’-এর ইমেল পাঠানো হয়েছে। এবার এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়ের করল ৫ ভারতীয় ও চিনা পড়ুয়া। মামলার আবেদনে বলা হয়েছে, এফ-১ স্ট্যাটাস বাতিলের কারণে শিক্ষার্থীরা মার্কিন দেশে অবৈধ অভিবাসী হয়ে যাচ্ছেন। এর ফলে তাদের তাদের আটক করা হচ্ছে।এর জেরে বিদেশ বিভূঁইয়ে নির্বাসন এবং গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ছেন শিক্ষার্থীরা।
মামলাকারী তিন ভারতীয় শিক্ষার্থী হলেন লিঙ্কিথ বাবু গোরেল্লা, থানুজ কুমার গুম্মাদাভেলি এবং মানিকান্ত পাসুলা। এছাড়াও মামলাকারী দুই চিনা শিক্ষার্থী হলেন হাংরুই ঝাং ও হাওয়াং আন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করে। মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে শিক্ষার্থীদের শুধু গ্রেপ্তার বা ডিপোর্টেশনের ঝুঁকিই নয়, অনেকেই তাদের ডিগ্রি সম্পূর্ণ করতে পারছেন না এবং গ্র্যাজুয়েশনের পর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামে কাজ করার সুযোগ পাচ্ছেন না।
কোনও নোটিশ বা উপযুক্ত ব্যাখ্যা ছাড়াই ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম’ বা সেভিস (SEVIS)-এ তাদের শিক্ষার্থী অভিবাসন মর্যাদা বাতিল করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে আতান্তরে পড়ছেন তারা।মরিয়া হয়ে অনেকে বাধ্য হচ্ছেন আইনি পথে হাঁটতে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এর আগে হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন অভিবাসন দপ্তরের কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ‘ওয়েন স্টেট ইউনিভার্সিটি’-র ভারতীয় ছাত্র চিন্ময় দেওরার। তিনি এবং চিনের দুই শিক্ষার্থী ও নেপালের একজন শিক্ষার্থী এই মামলা করেন।চিন্ময়-সহ এই চার শিক্ষার্থীর হয়ে মিশিগান পূর্ব জেলা আদালতে মামলাটি দায়ের করে ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’ বা এসিএলইউ। মামলার মাধ্যমে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আইনি মর্যাদা ফিরে পেতে চান এই শিক্ষার্থীরা।
Leave a comment
Leave a comment
