রবিবারের আইপিএল ম্যাচে দেখা গেল চমকপ্রদ এক মুহূর্ত—মাঠের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি ও কেএল রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং করার সময় এই ঘটনা ঘটে, যা মুহূর্তে দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।
ঠিক কী কারণে কোহলি এবং রাহুলের মধ্যে এই তর্ক শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্যামেরার চোখে ধরা পড়ে, দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক রাহুলের উদ্দেশে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলছেন কোহলি। পাল্টা রাহুলও মুখ খোলেন। অল্প কিছু মুহূর্তের জন্য আবহটা থমথমে হয়ে উঠলেও, সৌভাগ্যবশত ঘটনা বেশি দূর গড়ায়নি।
ম্যাচের শেষে দুই তারকাকে আবার পরস্পরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। শুধু তাই নয়, দু’জনের হাসিমুখে কথোপকথন প্রমাণ করে দিল—মাঠের উত্তাপ মাঠেই রয়ে গেছে, ব্যক্তিগত সম্পর্কে কোনও ফাটল ধরেনি।
রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু ৬ উইকেটে হারায় দিল্লিকে। এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালস ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
কোহলি ও রাহুল, দুই অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার, যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বহু পুরনো। তাই খেলার উত্তেজনায় এমন ক্ষণিকের মনোমালিন্য নতুন কিছু নয়। বরং ম্যাচের শেষে তাঁদের হাসি এবং সৌহার্দ্য প্রমাণ করল, পেশাদারিত্বই শেষ কথা।
আইপিএলের উত্তাপের সঙ্গে এমন আবেগের মেলবন্ধন ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ। রবিবারের ম্যাচ যেন মনে করিয়ে দিল, মাঠে যতই উত্তেজনা থাক, খেলার সৌন্দর্য আসলেই বন্ধুত্বে।