সুদীপ্ত চট্টোপাধ্যায়
বুধবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সরকারি সূত্রে খবর। শুধু দিলীপ ঘোষই নয় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি দাহ রাজ্যের সমস্ত স্বীকৃত দলের পদাধিকারীরা বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বলেও জানা গেছে। তবে নববিবাহিত ঘোষ দম্পতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা গেছে দিলীপ ঘোষকে এই উদ্বোধনী পর্বে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ করা হয়েছে। তবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের এই সরকারি অনুষ্ঠানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকাররা উপস্থিত থাকবেন কি না তা নিয়ে নিশ্চয়তা না মিললেও নববিবাহিত ঘোষ দম্পতি উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। যেহেতু এটি একটি সরকারি অনুষ্ঠান তাই সরকারি প্রটোকল মেনে সমস্ত রাজনৈতিক দলের অধাধিকারীদের আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার বলে খবর। যদিও দুদিন আগেই শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা হওয়া সত্বেও এই সরকারি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। অবশ্য আগামীকাল কাঁথিতে যে সনাতনী ধর্ম সম্মেলন আয়োজিত হতে চলেছে সেখানে শুভেন্দু অধিকারী হাজির থাকতে পারেন বলে আয়োজকরা জানিয়েছেন।