পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই এবার হুমকির নিশানায় মহারাষ্ট্রের শিরডি সাই বাবা মন্দির। শুক্রবার সকালে একটি অজ্ঞাত ইমেল আইডি থেকে মন্দিরে বোমা হামলার হুমকি মেলে, যেখানে স্পষ্ট বলা হয়—শিরডি মন্দির উড়িয়ে দেওয়া হবে বিস্ফোরণে।
এই ইমেল পৌঁছতেই মন্দির কর্তৃপক্ষ ও নিরাপত্তা বিভাগে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানানো হয় এবং দ্রুত মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী। কড়া নিরাপত্তায় মোড়া হয় গোটা মন্দির চত্বর।
বর্তমানে মন্দিরে প্রবেশের সময় ভক্তদের দেহ তল্লাশি এবং ব্যাগ স্ক্যানিং বাধ্যতামূলক করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে বসানো সিসিটিভিগুলির ফুটেজ সর্বক্ষণ মনিটরিং করা হচ্ছে। সন্দেহজনক কোনও গতিবিধি নজরে এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত পুলিশ।
শিরডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাই মন্দিরের নিরাপত্তা আধিকারিক রোহিদাস মালি। তবে হুমকি ইমেলে ঠিক কী লেখা ছিল, তা এখনও গোপন রেখেছে পুলিশ। সূত্রের খবর, ইমেলটির উৎস শনাক্ত করতে ইতিমধ্যেই সাইবার সেল কাজ শুরু করেছে।
উল্লেখযোগ্যভাবে, অতীতেও একাধিকবার শিরডি মন্দিরে হামলার হুমকি এসেছে, যদিও তা শেষমেশ ভুয়ো বলেই প্রমাণিত হয়েছে। কিন্তু পহেলগাঁও হামলার মতো বড়সড় জঙ্গি হামলার পর এই হুমকিকে কোনওভাবেই হালকা ভাবে দেখছে না নিরাপত্তা সংস্থাগুলি।
নতুন করে বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। আশেপাশের হোটেল, লজ, গণপরিবহন এলাকাতেও নজরদারি চালাচ্ছে পুলিশ। শিরডি এখন কার্যত কড়া নজরদারির শহর।
সরকারি সূত্রে জানা গিয়েছে, শিগগিরই রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ পর্যবেক্ষণ শুরু হবে। প্রশাসন জানিয়েছে, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রথম ও একমাত্র অগ্রাধিকার।