ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া এলাকায়। মৃত ছাত্রের নাম সাগর চৌধুরী। পরিবার সূত্রে খবর, সাগর এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করে। রেজাল্টের পর তাকে যথেষ্ট আনন্দিত ও স্বাভাবিক মেজাজেই দেখা যায়। কিন্তু গতকাল রাতে একটি অজানা নম্বর থেকে ফোন আসে তার কাছে। সেই ফোন রিসিভ করার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিন সকালে বাড়ির কাছেই একটি আমগাছের নিচে তার নিথর দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তার কোমর থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত হাড় ভেঙে গিয়েছিল, যা সাধারণ আত্মহত্যার চিত্র নয়। ঘটনার পর এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যেই রহড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ অজানা নম্বর থেকে আসা ফোনকলটি খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি, সাগরের ফোনের কল রেকর্ড, মোবাইল লোকেশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে। স্থানীয় বাসিন্দারা চাইছেন, যত দ্রুত সম্ভব ঘটনার প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।
সাগর চৌধুরী পাতুলিয়া বয়েজ স্কুলের ছাত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৫৯৭। তিনটি সাবজেক্টে লেটার পেয়েছিলো।আজ স্কুলে রেজাল্ট আনতে যাওয়ার কথা ছিলো।
Leave a comment
Leave a comment