ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। এবার রাজস্থানের ফোর্ট আব্বাস সেক্টরে সজ্ঞানে সীমান্ত লঙ্ঘন করে ভারতের মাটিতে প্রবেশ করে এক পাক রেঞ্জার। শুধু তাই নয়, সীমান্তরক্ষী ও পুলিশের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজও করে। তবে ভারতীয় বিএসএফ জওয়ানরা সেই রেঞ্জারকে দ্রুত কাবু করে আটক করে ফেলে। ঘটনাটি কাকতালীয় হলেও এর কূটনৈতিক তাৎপর্য বিপুল—কারণ, ঠিক এক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ও ভারতীয় জওয়ান পূর্ণম সাউ ভুল করে পাক ভূখণ্ডে প্রবেশ করায় পাকিস্তান তাকে আটক করে। এখনও পর্যন্ত পূর্ণমকে ফেরত পাঠায়নি ইসলামাবাদ।
এই পরিস্থিতিতে পাকিস্তানকে পাল্টা চাপে ফেলল ভারত। সীমান্তে দ্রুত ফ্ল্যাগ মিটিং ডেকে রেঞ্জারকে ফিরিয়ে নেওয়ার দাবি জানায় পাকিস্তান, কিন্তু বিএসএফ তাতে বিন্দুমাত্র আমল দেয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, এবার ভারতের হাতে কৌশলগত ‘কার্ড’ এসে গেছে। পূর্ণম সাউকে ফিরিয়ে না দিলে এই রেঞ্জারেরও মুক্তি মেলা কঠিন হবে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক চাপ যেমন বাড়বে, তেমনই ভবিষ্যতে সীমান্ত পারাপারে আরও কড়া পদক্ষেপ নিতে পারে দুই দেশই।
পূর্ণম সাউয়ের পরিবারে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। ছেলে কোথায়, কেমন আছে, খাচ্ছে কি না—এসব প্রশ্নের উত্তর নেই। অথচ এখন ভারতের হাতে যেভাবে পাক রেঞ্জার ধরা পড়েছে, তাতে অনেকেই মনে করছেন, এবার ইসলামাবাদকে নমনীয় হতেই হবে। জয়পুরের সামরিক সূত্রের খবর, এই রেঞ্জারকে আটক করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদও শুরু করেছে বিএসএফ।
এই টানটান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার পথ খুলবে, নাকি আরও এক ধাপ উত্তেজনার দিকে যাবে উপমহাদেশ—সেদিকেই তাকিয়ে সকলে। তবে সীমান্তের এই দাবা খেলায়, ভারতের হাতে এখন স্পষ্টভাবে চাল দেওয়ার পালা।