অভিজিৎ বসু
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের পরেই বিজেপি নেতা দিলীপ ঘোষের দিকে একাধিক তির্যক মন্তব্য করেছেন তার দলেরই একাধিক নেতা। তার উপর মুর্শিদাবাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় যার বিরুদ্ধেই আক্রমণ শানাচ্ছে দল সেই মুখ্যমন্ত্রীর সাথে একই ফ্রেমে সস্ত্রীক দিলীপ ঘোষকে দেখতে পাওয়াটা দলের অনেক কর্মীই মেনে নিতে পারেন নি।তাই সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে একধিক বিজেপি নেতাকে প্রকাশ্যে দিলীপ ঘোষের নিন্দা করতে শোনা গিয়েছে। অন্যদিকে দাবাং দিলীপ ঘোষও তাদের উদ্দেশে জবাব দিয়েছেন। বলেছেন তৃণমূল থেকে বিজেপিতে এসে দিলীপ ঘোষকে শেখাবে কোনটা করা উচিত কোনটা অনুচিত।
বিগত তিন চারদিন ধরে এই নিয়েই হয়েছে প্রচুর তরজা আর বিতর্ক। অবশেষে এই বিষয়ে দল ইতি টানতে চাইছে বলেই খবর।
সূত্রের খবর দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা এই বিষয় নিয়ে আপাতত দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না দল।কোনো রকম শো কজ অথবা জবাব তলব এর দিকেও হাঁটতে চাইছে না রাজ্য বিজেপি অথবা কেন্দ্রীয় নেতৃত্ব। উল্টে দিলীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি যারা সোস্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করেছেন তাদেরকেই সাবধান করলো দল। কোনো ব্যক্তি অথবা নেতার বিরুদ্ধে কোনো বিরূপ ধারণা থাকলে বলতে হবে দলের ভেতরে।কোনো রকম সোস্যাল মিডিয়ায় প্রকাশ্যে কোনো মন্তব্য করা যাবে না।
এতে দলের বিড়ম্বনা তৈরি হচ্ছে।সূত্রের খবর দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে কর্মী সমর্থক ও পদাধিকারী নেতাদের।