কেদারনাথ মন্দিরের পর রবিবার থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা। মন্দিরের সেবায়েতরা আবারো স্বাভাবিকভাবে পূজা হচ্ছে নাই মেতে উঠবেন। জানা যাচ্ছে পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে বদ্রীনাথের দরজা ৪ মে সকাল ৬ টায় পূর্ণ রীতিতে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রাইফেলসের ব্যান্ডের সুরে, পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। প্রায় ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তার জন্য জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমদিনেই মন্দিরে এসে পুজো দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পুজো দিয়ে বেরিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ একটি অত্যন্ত শুভ দিন। আজ থেকে খুলল বদ্রীনাথ মন্দিরের দরজা। উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে সমস্ত ভক্তদের স্বাগত জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত ভক্তদের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে।’ বদ্রীনাথ মন্দিরের দরজা খোলার পর জগদগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ জানিয়েছেন,‘আজ গোটা দেশ আনন্দিত। ভক্তরা এখানে আধ্যাত্মিক আনন্দ উপভোগ করেন।’
উল্লেখ্য, বদ্রীনাথ ধামকে ভগবান বিষ্ণুর আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয় এবং একে পৃথিবীর ‘বৈকুণ্ঠ’ বলা হয়। এই পবিত্র স্থানটি অলকানন্দা নদীর বাম তীরে নর ও নারায়ণ পর্বতের মাঝখানে অবস্থিত। মন্দিরটি কেবল মে থেকে নভেম্বর মাস পর্যন্ত তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত থাকে। শীতকালে, যখন মন্দিরের দরজা বন্ধ থাকে, তখন যোশীমঠের নৃসিংহ মন্দিরে ভগবান বদ্রীনাথের পূজা করা হয়। বলা বাহুল্য, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ— চারধাম যাত্রা হিন্দুদের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থযাত্রা। প্রতি বছর হিমালয়ের কোলে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী চারধামে যান। বলা হয়, ঘড়ির কাঁটার দিকে এগিয়ে চারধাম যাত্রা সম্পূর্ণ করা উচিত। ফলে পুণ্যার্থীরা আগে যান যমুনোত্রীতে। তার পর গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথ ভ্রমণ দিয়ে চারধাম যাত্রা শেষ হয়। কেউ কেউ আবার শুধু কেদারনাথ এবং বদ্রীনাথ ঘুরে ফিরে আসেন। হাজার হাজার পুণ্যার্থীর সমাগম উত্তরাখণ্ড সরকারের তরফ থেকেও নেওয়া হয় কঠোর পদক্ষেপ। চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩০ এপ্রিল বৈদিক মন্ত্রোচ্চারণ এবং আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় চারধাম যাত্রা। কেদারনাথ মন্দিরের পাশাপাশি উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে। আর এবার খুলল বদ্রীনাথ মন্দিরের দরজা। জানা গিয়েছে, এ বছর এখনও পর্যন্ত ২২ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা।
Leave a comment
Leave a comment