নিজস্ব সংবাদদাতা
যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও জম্মু ও কাশ্মীরের আকাশে ফের পাকিস্তানি ড্রোনের উপদ্রব দেখা গেল। আজ সন্ধ্যার পর থেকে অনন্তনাগ, বুদগাম, শ্রীনগরসহ উপত্যকার একাধিক জেলায় ড্রোন কার্যকলাপ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
জম্মু অঞ্চলের উদমপুর ও সাম্বা জেলায় এয়ার রেইড সাইরেন বেজে ওঠে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরই পাশাপাশি, আকনূর সেক্টরের কানাচক, পারগওয়াল ও কেরি বাট্টাল এলাকায় ব্যাপক গুলির লড়াইয়ের খবর পাওয়া গেছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের সূত্র অনুযায়ী, এই হামলা যুদ্ধবিরতির সম্পূর্ণ লঙ্ঘন। সাংবাদিক আদিত্য রাজ কৌল একের পর এক টুইট করে জানিয়েছেন, উপত্যকার বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি ড্রোনের তৎপরতা ধরা পড়েছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইটারে লেখেন, “What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!” যা পরিস্থিতির গভীরতা এবং অনিশ্চয়তা প্রকাশ করে।
বর্তমানে পুরো জম্মু-কাশ্মীর অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য নজরদারি চালানো হচ্ছে।
