ভারত-পাকিস্তানের মধ্যে চলতি সামরিক উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ এমন এক সময়ে হতে চলেছে যখন দু’দেশই স্থল, আকাশ ও জলপথে সব ধরনের সামরিক হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর সংঘর্ষবিরতির সিদ্ধান্ত এসেছে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যের পর।
গত ৭ মে ভোরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে সেনা। লক্ষ্য ছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। মিলিটারি অভিযানে অন্তত ১০০ জঙ্গি নিহত হয়েছে বলে সরকার সূত্রে জানানো হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানেরাও উপস্থিত ছিলেন। বৈঠকের আগে ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনস ডিরেক্টর জেনারেলদের মধ্যে নির্ধারিত আলোচনার প্রস্তুতিও নেওয়া হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী নিয়মিত সরকারের শীর্ষ কর্মকর্তা এবং প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে দিল্লিতে নিজের বাসভবনে বৈঠক করে চলেছেন। যেখানে ২২ এপ্রিল পহেলগামে হওয়া জঙ্গি হামলার পর ভারতের কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া নিয়ে বিশদে পর্যালোচনা করা হচ্ছে। ওই হামলায় ২৬ জন সাধারণ পর্যটক নিহত হয়েছিলেন।
রবিবার, প্রধানমন্ত্রী মোদী সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন যে, পাকিস্তানের সেনাবাহিনীর যে কোনও হামলার জবাব হতে হবে ‘আরও বড় এবং শক্তিশালী’। একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, “ওদের ওখান থেকে গুলি ছুটবে, এখান থেকে গোলা ছুটবে।”
এ ছাড়াও, সরকারী সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে কথা হয়েছিল। নিজের ভাষণে সেই বিষয়টিও দেশবাসীর কাছে স্পষ্ট করেন কি না সেটাই এখন দেখার। সব নজর এখন রাত ৮টায় মোদীর ভাষণের দিকে।
Leave a comment
Leave a comment
