কাশ্মীরের পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছিল ২৬ জন সাধারণ পর্যটককে। তাঁরা কেবল ছুটি কাটাতে গিয়েছিলেন ভূস্বর্গে। তার জবাবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। তার পর আচমকা যুদ্ধবিরতি। এই গোটা পর্বে এই প্রথম বার প্রকাশ্যে নিজের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের জবাব এ বার থেকে এ ভাবেই দেবে ভারত। এটাই এখন ভারতের পক্ষ থেকে ‘নিউ নর্মাল’।
সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আজ প্রতিটি জঙ্গি, প্রতিটি সন্ত্রাসবাদী সংগঠন জানে, আমাদের বোন-মেয়েদের সিঁথির সিঁদুর মুছে দিলে তাদের কী পরিণতি হয়।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য এল এমন এক সময়ে, যখন ভারত গত ২২ এপ্রিল পহেলগাম হামলার পাল্টা হিসেবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’, যা গত ৭ মে ভোরে শুরু হয় এবং প্রধানমন্ত্রীরই কথা অনুযায়ী, এখনও চলছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “জঙ্গিরা আমাদের মা-বোনদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল। তাই ভারত সন্ত্রাসের সদর দফতর সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে। ভারতের এই হামলায় ১০০-র বেশি কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। যারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, দিব্যি পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছিল, ভারত তাদের এক ধাক্কায় ধ্বংস করে দিয়েছে।”
তিনি আরও বলেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বড়সড় ধাক্কা। ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর’ শুধু একটি অপারেশনের নাম নয়। এটি কোটি কোটি ভারতীয়ের আবেগ। ন্যায়ের প্রতি আমাদের পবিত্র অঙ্গীকার।”
তিনি জানান, সরকার সেনাকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। যা করার যেন করা হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, “‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের সংজ্ঞা বদলে দিয়েছে। এটি একটি নতুন দৃষ্টান্ত, এটাই এখন থেকে ‘নিউ নর্মাল’।”
