আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সবসময়ই কঠোর অবস্থানে থেকেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে ‘নিউ নর্ম্যাল’ ধারণার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ আজ আর কোনো একটি দেশের সমস্যা নয়— এটি একটি বৈশ্বিক সংকট।
মোদীর মতে, ‘নিউ নর্ম্যাল’ হওয়া উচিত এমন একটি দৃষ্টিভঙ্গি, যেখানে সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা সন্ত্রাসবাদকে সমর্থন বা আশ্রয় দেয়, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “ভবিষ্যতের পৃথিবীতে জিরো টলারেন্সই হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন মানদণ্ড।”
তিনি এ-ও সতর্ক করেন যে, সন্ত্রাসীরা এখন আধুনিক প্রযুক্তি, সাইবার স্পেস এবং সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। তাই বিশ্ববাসীর উচিত সম্মিলিতভাবে এই হুমকির মোকাবিলা করা। শুধু নিন্দা জানিয়ে দায় শেষ করলে চলবে না, বাস্তব পদক্ষেপ নিতে হবে।
মোদীর এই বক্তব্য আন্তর্জাতিক পরিসরে সাড়া ফেলেছে। তিনি বোঝাতে চেয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ড চলবে না। আজকের বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে — এটাই হবে নতুন বিশ্ব বাস্তবতা, অর্থাৎ ‘নিউ নর্ম্যাল’।
