India-Pakistan: পাকিস্তানের ভূখণ্ডের যে কোনও জায়গায় আঘাত হানার ক্ষমতা রয়েছে ভারতের। এমনকী পাক সেনাবাহিনীর সদর দফতর, রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখোয়ার (Khyber Pakhtunkhwa) মতো এলাকায় স্থানান্তরিত করলেও তা ভারতীয় সেনাবাহিনীর রেঞ্জের বাইরে কখনই নয়। ঠিক এই ভাষাতেই ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহার (DG Army Air Defence Lt Gen Sumer Ivan D’Cunha)।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই সেনা আধিকারিক বলেন, “অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ এয়ারবেসে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বাহিনী (India-Pakistan)।” লং রেঞ্জ ড্রোন সহ একাধিক দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র যেভাবে কাজে এসেছে সেই কথাও ওই সাক্ষাৎকারে তুলে ধরেন সুমের আইভান ডি’কুনহা।
তাঁর কথায়, ‘গোটা পাকিস্তান আমাদের রেঞ্জের মধ্যে আছে। এমনকী ভারতের কাছে এত অস্ত্র আছে, যে পাকিস্তানের মধ্যে যে কোনও জায়গাতে হামলা করতে পারে। পাকসেনার সদর দফতর যদি রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখোয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানেও হামলা চালানোর ক্ষমতা আছে।’
তাঁর কথায়, পাকিস্তানকে লুকনোর জন্য একটা গভীর গর্ত খুঁজে বের করতে হবে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল সাক্ষাৎকারে জানান, চারদিনে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ৮০০ থেকে ১০০০ ড্রোন হামলা করেছিল। কিন্তু সেনাবাহিনী সফলভাবে সমস্ত ড্রোনকেই ধ্বংস করে দিতে সক্ষম হয়। এমনকী জনবসতি এলাকাকে টার্গেট করে পাকসেনা হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা একজোট হয়ে যেভাবে কাজ করেছে সেই কথাও তুলে ধরেন সেনা কর্তা।
