সুদীপ্ত চট্টোপাধ্যায়
————————–
ইউসুফ পাঠান নয়, বিশ্বের দরবারে পাক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং অপারেশন সিদুরের সাফল্য বিবৃত করতে সংসদীয় প্রতিনিধি দলের রাজ্য তথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্র যে প্রতিনিধি দলের তালিকা তৈরি করেছে সেখানে
বাংলা থেকে নাম ছিল বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। গতকাল উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তৃণমূলের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র একতরফাভাবে তালিকা তৈরি করেছে। সেক্ষেত্রে বিশ্বের দরবারে যাওয়া সংসদীয় প্রতিনিধি দলের তৃণমূল থাকবে কি থাকবে না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধি দলে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন যার অনুমোদন দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলনেত্রী মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধি দলে থাকলে বাংলার পক্ষ থেকে এই সন্ত্রাসের বিরুদ্ধে জোরদার আওয়াজ তোলা সম্ভব হবে এবং যুদ্ধ ও সন্ত্রাস নিয়ে বিশ্বের দরবারে বাংলার দাবি প্রতিষ্ঠিত করা যাবে। সে কারণেই ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তালিকাভুক্ত করা হযেছে বলে জানিয়েছে তৃণমূল।
উল্লেখযোগ্য, মোট সাতটি দলে বিভক্ত হয়ে এই সর্বদলীয় প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস দমনে ভারতের কড়া অবস্থান ও অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরবেন। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরসহ
৩২টি দেশে ঘুরবেন মোট ৫৯ জন সদস্য। রাজনীতিবিদ ও কূটনীতিবিদদের সমন্বয়ে তৈরি হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল।
এক একটি প্রতিনিধি দলে রয়েছেন ৭ থেকে ৮ জন সদস্য। শাসক জোট এনডিএ-র ৩১ জন এবং বিরোধী শিবিরের ২০ জন সদস্য রয়েছেন প্রতিনিধি দলে। ২৩ মে থেকে যাত্রা শুরু করবে সর্বদলীয় প্রতিনিধি দল। কং দল কং দেশে যাবেন তার তালিকাও তৈরি করা হয়েছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝাঁ-এর নেতৃত্বে যে দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরে যাবে সেই দলেই নাম ছিল ইউসুফ পাঠানের। এই দলে রয়েছেন বিজেপির অপরাজিতা সারঙ্গি, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিএম সাংসদ জন বিট্টাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী ও কংগ্রেসের সলমন খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার। ইউসুফ পাঠানের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলেই থাকবেন কিনা তা নিয়ে অবশ্য তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
