জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর ফের মানুষের উৎসাহ বেড়েছে, বেড়েছে সাহস আর দেশাত্মবোধ। কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছিল যে, অমরনাথ যাত্রায় যাওয়া ভক্তদের মনোবল ভেঙে পড়েছে। সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর তারা অমরনাথ যাত্রা এড়িয়ে চলেছেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই এবার যে রেজিস্ট্রেশনের পরিসংখ্যান সামনে এলো তা দেখে চোখ কপালে উঠবে।
অমরনাথ যাত্রার জন্য উদগ্রীব তীর্থযাত্রীরা। অমরনাথ যাত্রা নিয়ে অন্যান্য ভক্তদের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে। একই সঙ্গে, এবারে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশনের যে পরিসংখ্যান উঠে এসেছে পাকিস্তানকে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট।
আসলে, ভারতীয় জনতা পার্টি তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, ভারতের আধ্যাত্মিক শক্তি সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবেনা। এখন পর্যন্ত, ৩.৫ লক্ষেরও বেশি ভক্ত অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করেছেন, যা রেকর্ড ভেঙে দিয়েছে।
একই সঙ্গে, প্রশাসন সকল দর্শনার্থী এবং সেবা প্রদানকারীদের সর্বোত্তম স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করবে। যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আবাসন, বিদ্যুৎ, জল, নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য সমস্ত বিভাগ সমন্বয় করে কাজ করছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলা এবং তারপর অপরেশন সিঁদুরের পর মনে করা হয়েছিল তীর্থযাত্রা এবং পর্যটনে যথেষ্ট প্রভাব পড়বে। কিন্তু বাস্তবের চিত্রটা যে আলাদা, তা এই টুইটার পোস্ট থেকেই স্পষ্ট।
