গত ৯ মে রাতে, ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করে হামলা চালায় পাকিস্তান। কিন্তু সেনাবাহিনী পূর্ণ শক্তিতে জবাব দিয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে পাক বিমানঘাঁটি। ভুজে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দু’দিনের সফরে গুজরাত গিয়েছেন তিনি। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি একাধিক সভাতেও আজ সোমবার যোগ দেন।
আর সেই সভা থেকেই ফের একবার পাকিস্তানকে একহাত নেন প্রধানমন্ত্রী। বলেন, পাকিস্তান ভারতে ঘৃণা এবং নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নকে হাতিয়ার করেই ভারত এগিয়ে চলছে বলে মন্তব্য নরেন্দ্র মোদীর। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে।
প্রধানমন্ত্রী বলেন, এটি শুধুই সামরিক অভিযান নয়, ভারতের নীতি ও অনুভূতির গভীর প্রকাশ বলেও মন্তব্য। এই বিষয়ে কথা বলতে গিয়ে গত ৬ এবং ৭ মে’র কথা তুলে ধরেন। বলেন, পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটিকে টার্গেট করে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে জইশ এবং লস্করের সদর দফতরও আছে বলে দাবি করেন।
গুজরাতের ভুজে দাঁড়িয়ে পাকিস্তানকে জঙ্গিবাদের রাস্তা থেকে সরে আসার বার্তাও দেন। মোদী বলেন, পাকিস্তানের মাটি থেকে জঙ্গিবাদকে সমূলে উৎখাত করতে, সে দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সে দেশের মানুষের উদ্দেশে বলেন, শান্তির জীবন কাটাও, রুটি খাও, না হলে ভারতের বুলেটের জন্য তৈরি থাকতে হবে।
