রাহুল গান্ধীর পরেই পাকসীমান্ত সংলগ্ন পুঞ্চ সফরে অমিত শাহ। অপারেশন সিঁদুর অভিযানে সীমান্ত সংলগ্ন এলাকাগুলিকে টার্গেট করে পাকিস্তান। জনবসতি এলাকাগুলিকে লক্ষ্য করে ড্রোন, মিসাইল হামলা চালানো হয়। আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে। বহু মানুষের মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আজ শুক্রবার গোটা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি পাকিস্তানের শেলিংয়ে মৃত পরিবারগুলির হাতে সরকারি চাকরির কাগজ তুলে দেন।
তবে তা যে যথেষ্ট নয়, এদিন সে কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, পুঞ্চে বসবাসকারী মানুষের যে ক্ষতি হয়েছে তা কোনও ক্ষতিপূরণ কিংবা সরকারি চাকরিই পূরণ করতে পারবে না। তবে জম্মু-কাশ্মীর সরকার, কেন্দ্রীয় সরকার সবসময় উপত্যকার মানুষের পাশে যে আছে সেই বার্তাও এদিন দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, গত শনিবারই জম্মু কাশ্মীরের পুঞ্চ সহ একাধিক এলাকা পরিদর্শনে যান।
ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি । আর এরপরেই বৃহস্পতিবার এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন লোকসভার বিরোধী দলনেতা। যেখানে পুঞ্চ সহ সীমান্ত এলাকার মানুষের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে দ্রুত ত্রাণ চালু করার দাবিও জানান। আর এরপরেই এদিন পুঞ্চে অমিত শাহ। সেখানকার মানুষের পাশে থাকার বার্তা দেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
অন্যদিকে গত কয়েক দফায় পাকিস্তানের তরফে আলোচনার বার্তা দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে এদিন বার্তা দেন শাহ। বলেন সন্ত্রাস এবং আলোচনা কখনই একসঙ্গে চলতে পারে না। এই প্রসঙ্গে সিন্ধুজল চুক্তির কথাও তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। বলে রাখা প্রয়োজন, পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানে ‘ওয়াটার স্ট্রাইক’ চালায় মোদী সরকার। বাতিল করা হল সিন্ধুজল চুক্তি। আর তাতে প্রবল চাপের মুখে ইসলামাবাদ।
