মোবাইলের টর্চের আলোয় চার মহিলার সন্তান প্রসব। তাও আবার কি না সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরুয়ারবাড়ি এলাকায়। যদিও ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে সে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। তড়িঘড়ি তিন সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। মুখ্য জনস্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে সেই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে।
বিজেপি শাসিত রাজ্যে এমন বেহাল স্বাস্থ্যের পরিষেবার ছবি সামনে আসতে প্রশ্নের মুখে যোগী সরকার। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন নিয়েও কটাক্ষ বিরোধীদের।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কয়েকজন মহিলা বেরুয়ারবাড়ি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন। মোবাইলের টর্চের আলোয় যেভাবে অপারেশন হয়েছে, তা নিয়েও অভিযোগ করে। আর এরপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য আধিকারিকরা।
এই প্রসঙ্গে ওই সংবাদমাধ্যমকে মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর সঞ্জীব বর্মণ জানিয়েছেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানতে পারা যায় য সোমবার রাতে ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চার মহিলা প্রসব টর্চের আলোয় করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রের ট্রান্সফর্মার গত কয়েকদিন ধরে খারাপ ছিল, এমনকী জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি ছিল না বলেই এই অবস্থা বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা।
তাঁর কথায়, কেন এবং কীভাবে এই ঘটনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না বলেও জানিয়েছেন ডক্টর সঞ্জীব বর্মণ। বলে রাখা প্রয়োজন, এর আগেও উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। প্রশ্নের মুখে পড়তে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এর মধ্যেই ফের একবার প্রকাশ্যে চলে এল উত্তরপ্রদেশের বেহাল স্বাস্থ্য পরিষেবার ছবিটা। আর এরপরেই বিরোধীদের কটাক্ষ, এটাই কি ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন?
