ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকতে তরুণীকে গণধর্ষণ! রজ উৎসব উপলক্ষে বন্ধুকে নিয়ে গোপালপুর সৈকতে বেড়াতে গিয়েছিলেন বছর ২০-র এক তরুণী। সেখানেই বিপত্তি! অভিযোগ, একটি নির্জন জায়গায় বসেছিলেন ওই তরুণী এবং তাঁর বন্ধু। সেই সময় প্রায় জনা দশেক যুবক তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
অভিযোগ, প্রথমে ওই তরুণী ও তাঁর বন্ধুর ছবি তুলতে শুরু করে অভিযুক্তরা। শুধু তাই নয়, ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এর পর তাঁরা তরুণীর বন্ধুকে মারধর করে হাত বেঁধে ফেলে এবং তরুণীকে টেনে হিঁচড়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানেই তিন জন মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনার পর, তরুণী ও তাঁর বন্ধু গোপালপুর থানায় পৌঁছে পুরো ঘটনা জানান। পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় আট জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রহ্মপুরের পুলিশ সুপার সরবন বিবেক এম। তিনি আরও বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।”
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যারা জড়িত, তাদের খুঁজে বার করতে অভিযান চলছে। এই গণধর্ষণের ঘটনায় উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলি।