আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর আকাশপথে যাত্রায় আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। এবার দিল্লি থেকে লেহগামী বিমান টেক অফের পর ফের মাঝ আকাশ থেকে ফিরে এল দিল্লি বিমানবন্দরে। তবে এবার এয়ার ইন্ডিয়ার বিমান নয়। বৃহস্পতিবার উড়ান সংস্থা ইন্ডিগোর 6E 2006 লেহগামী বিমান দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জানা গিয়েছে, বিমানটিতে ক্রু সদস্য সমেত মোট ১৮০ জন ছিলেন। তারা সকলেই নিরাপদ রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে লেহ বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল ইন্ডিগোর বিমানের। ঘটনার পরই বিবৃতি জারি করেছে ইন্ডিগো। সেখানে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমান ফিরিয়ে আনা হয়েছে। নাহলে লেহ বিমানবন্দরে অবতরণের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ত বিমানটি। পুনরায় ওই বিমান রানওয়েতে নামার আগে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় ইন্ডিগো। তবে বিকল্প বিমানে যাত্রীদের লেহ পৌঁছনোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
এর আগে বুধবারই ইন্ডিগোর ভূবনেশ্বর থেকে কলকাতাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। টেক অফের সময়ই যান্ত্রিক গোলযোগের ব্যাপারে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে জানান পাইলট। সঙ্গে সঙ্গে টেক অফ না করে ওই বিমানটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুরক্ষার কথা মাথায় রেখে যাত্রীদের নামিয়ে আনা হয়।
বুধবারই আবার ইন্ডিগোর দিল্লি-রায়পুর বিমানের দরজায় ত্রুটি ধরা পড়ে। রায়পুর বিমানবন্দরে অবতরণের পর বিমানের দরজাই না খোলায় প্রায় ৪০ মিনিট ধরে ভেতরেই আটকে ছিলেন যাত্রীরা। ওই বিমানে আবার ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ছিলেন বলেও জানা গিয়েছে। যদিও পরে সকলেই নিরাপদে বেরিয়ে আসেন।