ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে খেলার মাঠের বাইরেই শুরু হয়ে গিয়েছে মাইন্ড গেম। ইংল্যান্ডের সহ-অধিনায়ক ওলি পোপ জানিয়ে দিলেন, জসপ্রীত বুমরাহর ছয়টা বল একটানা খেলে নয়, তাঁকে সামলাতে হবে স্ট্রাইক ঘোরানোর ছকে। কারণ, বুমরাহকে সামলানো মুখের কথা নয়—একটু দেরি হলেই স্টাম্প উড়ে যেতে পারে
পোপের পরিসংখ্যান কিন্তু ভয় ধরানো! টেস্টে বুমরাহর মুখোমুখি ৯টি ম্যাচে তিনি মাত্র ৮৬ রান করতে পেরেছেন, আর আউট হয়েছেন ৫ বার। ২০২২ সালের ওভালে তো এক টেস্টেই দু’বার ফিরেছেন বুমরাহর বলেই। সেই ম্যাচেই আবার ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন এই পেস সেনসেশন।
এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছেন পোপ। তাঁর কথায়, “ওর অ্যাকশনটা অন্যরকম। হাত থেকে বল কখন বেরোচ্ছে, সেটা বোঝা যায় না। গতি হয়তো অত বেশি নয়, কিন্তু সময়টা কমে যায়। তাই স্ট্রাইক রোটেট করাটাই আমার জন্য সবচেয়ে কার্যকর।”
তিনি আরও যোগ করেন, “ছয়টা বল এক ব্যাটারকে না খেলতে দিলেই বুমরাহর স্কিলের ধার অনেকটাই কমে যায়। আমি আর আমার ব্যাটিং পার্টনার দু’জনেই সেই রণনীতি নিয়েই নামছি।”
ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে নামা পোপ বোঝাতে চাইছেন, এবার খেলাটা শুধু মাঠে নয়—মানসিক স্তরেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। হেডিংলি টেস্টে বুমরাহ বনাম পোপের লড়াই যে আলাদা নজর কাড়বে, তা বলাই বাহুল্য।