রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে নিজের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের ঢুকতে না দেওয়ার বিধিনিষেধের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলার শুনানিতে আজ রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে।
আজ আদালতে শুভেন্দুর হয়ে সওয়াল করেন আইনজীবী জয়দীপ কর। তিনি জানান, “আমাদের আবেদন খুব সাধারণ। প্রতিটি বিধায়ক যেমন তাদের কাজে বিধানসভায় যান, তেমনি বিরোধী দলনেতা হিসেবেও শুভেন্দু অধিকারীর নিরাপত্তার স্বার্থে তাঁর নিরাপত্তারক্ষীদের ভিতরে প্রবেশের অনুমতি প্রয়োজন।”
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সেই বছর বিধানসভা চলাকালীন এক সাংবাদিককে বিধানসভা থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী – সিআইপিএফ। পরে সাংবাদিকদের তরফে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করা হয়। সেই ঘটনার পর ৬ মে, ২০২১-এ বিধানসভার তরফে একটি নির্দেশিকা জারি করে স্পিকার জানান, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিধানসভায় প্রবেশ নিষিদ্ধ।
যদিও অভিযোগ, শাসকদলের একাধিক বিধায়ক আজও নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়মিত ভিতরে ঢুকতে পারেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দুর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা বাইরে অপেক্ষা করেন – রোদে, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের।
শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি বিধানসভার ভেতরে একাধিকবার হুমকির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে তিনি একাধিকবার বিধানসভার মার্শাল ও সিকিউরিটির কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার।