১৮ জুন ভোররাতে ইজরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে দেখা যায় এক রহস্যজনক দৃশ্য। আকাশজুড়ে জ্বলজ্বল করছে ‘মাছের’ মতো ঝলমলে এক আলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এবং ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে আকাশে ছড়িয়ে পড়ছে বিশাল আলোকরেখা, যা দেখতে অনেকটা জেলিফিশ বা মাছের মতো।
এই আলো আসলে ইরানের ছোড়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ফলেই তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বুধবার জানায়, তারা ইজরায়েলের তেল আবিবে ‘ফতেহ-১’ নামে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলে এবং মাঝ আকাশে দিক পাল্টাতে পারে, ফলে এগুলিকে চিহ্নিত ও প্রতিরোধ করা প্রায় অসম্ভব।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ‘জেলিফিশ ইফেক্ট’ দেখা যায়। যখন রকেট বা ক্ষেপণাস্ত্র সূর্য ওঠার ঠিক আগে উৎক্ষেপণ করা হয়, তখন তার পিছনে থাকা গ্যাস আকাশে ছড়িয়ে পড়ে। সেই গ্যাসে থাকা জলীয়বাষ্প ঠান্ডায় জমে বরফ হয়ে যায় এবং সূর্যের আলো পড়লে তা প্রিজমের মতো কাজ করে। ফলে আকাশে তৈরি হয় উজ্জ্বল, রঙিন, মাছের মতো এক আলোকরেখা।
যুদ্ধের সপ্তম দিনে এই দৃশ্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ইজরায়েল-ইরান সংঘর্ষ ক্রমশ তীব্র হচ্ছে, অন্যদিকে আকাশে এই বিরল দৃশ্য নজর কেড়েছে সাধারণ মানুষের থেকে শুরু করে গবেষকদেরও।
এই ধরনের প্রাকৃতিক-প্রযুক্তিগত ঘটনা যুদ্ধক্ষেত্রে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের এক দুর্দান্ত উদাহরণ।