আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ফিরেছেন বিশ্বাসকুমার রমেশ। এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের এমার্জেন্সি এক্সিটের পাশের সিটে বসায় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রাণে বাঁচতে পেরেছেন তিনি। যদিও বিশ্বাসের বেঁচে ফেরার ঘটনা বিশ্বাস হয়নি বলিউড অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির। উল্টে বিশ্বাসকে মিথ্যে প্রমাণ করতে ফেক নিউজের আশ্রয় নেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ব্যাপক জনরোষের পর অবশেষে সেই পোস্ট সরিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী।
বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘কভি না কভি হা’ ছবিতে দেখা গিয়েছিল সুচিত্রাকে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, ‘বিশ্বাসকুমার রমেশ নিজেকে যাত্রী বলে মিথ্যে পরিচয় দিচ্ছেন। তাঁর একা বেঁচে ফেরা অবিশ্বাস্য। গুরুতর সাজা হওয়া দরকার। একই সঙ্গে তাঁকে মানসিক হাসপাতালেও পাঠানো দরকার।’ এ দিকে বিশ্বাসের বেঁচে ফেরার ঘটনা আগেই জানিয়েছে আহমেদাবাদের সিভিল হাসপাতাল। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস ওই বিমান দুর্ঘটনায় নিজের ভাই অজয়কে হারিয়েছেন। গত ১৭ জুন হাসপাতাল থেকে ছাড়া পান বিশ্বাস। দেহে যন্ত্রণা সত্ত্বেও ঠিক তার পরের দিনই দিউতে মৃত ভাইয়ের শেষকৃত্যও করেন বিশ্বাস।
বিশ্বাসকে নিয়ে মিথ্যে রটিয়ে পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন নায়িকা। ফেক নিউজে তিনি বিশ্বাস করে ফেলেছিলেন বলে জানান। আগের পোস্ট মুছে দিয়ে পরে ক্ষমাও চেয়ে নেন তিনি। লেখেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীকে নিয়ে আগের পোস্ট মুছলাম। কিছু ভুয়ো খবর ঘুরছে। আমি ক্ষমা চাইছি।’ বন্ধুর ফরওয়ার্ড করা খবর না যাচাই করেই শেয়ার করে ফেলেছিলেন বলে অনুশোচনা করেন অভিনেত্রী।