শুভমন গিল—নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক, নতুন দায়িত্ব, আর সেই দায়িত্বের প্রথম দিনেই অসাধারণ শতরান। লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে গিল তাঁর কেরিয়ারের ৬ নম্বর শতরানটি করলেন, আর এটিই অধিনায়ক হিসেবে প্রথম শতরান।
১৪০ বলে ১৪টি দৃষ্টিনন্দন বাউন্ডারিতে সাজানো এই ইনিংসে গিল কেবল ভারতকে স্থিতি দেননি, নিজের নেতৃত্বের দক্ষতারও নিখুঁত প্রমাণ রেখেছেন। কোহলি-রোহিত-অশ্বিনের মতো মহারথীদের বিদায়ের পরে টিম ইন্ডিয়ার হাল ধরা গিলের জন্য এটাই ছিল কঠিন পরীক্ষার প্রথম দিন, আর তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন দুর্দান্ত ভাবে।
প্রথম সেশনে কিছুটা চাপের মুখে পড়ে ভারত। রাহুল ৪২ রানে ফিরে যান, অভিষেককারী সাই সুদর্শন শূন্য রানে আউট হন। কিন্তু এরপরই গিল দায়িত্ব কাঁধে তুলে নেন। যশস্বী জয়সওয়ালের সাহসী শতরানের ছায়ায় থেকেও গিল নিজের ছন্দ হারাননি। বরং তিনিই হয়ে ওঠেন ব্যাটিং স্তম্ভ।
টেস্ট নেতৃত্বে নামা মাত্রই এমন নির্ভার, আত্মবিশ্বাসী শতরান গিলের ভবিষ্যতের ইঙ্গিত দেয়। মাত্র ২৫ বছর ২৮৫ দিন বয়সে এই কীর্তি তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নেতৃত্বের শুরুতে শতরান করা কনিষ্ঠ অধিনায়কদের একজন করে তুলল।
ভবিষ্যতের ভারতীয় টেস্ট দলের কাঁধে যে দায়িত্ব থাকবে, সেই দায়িত্ব কতটা সঠিক হাতে উঠেছে, তা যেন প্রমাণ করল গিলের এই শতরান। প্রথম দিনই ব্যাটে বলেছিলেন—আমি তৈরি, আর ভারতও।
