সুদীপ্ত চট্টোপাধ্যায়
“বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ?” ফের এই প্রশ্নের উত্তর চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানে বাংলাদেশি বলে আটকে রাখা এ রাজ্যের ইটাহারের বাসিন্দাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “কেন বাঙালিদের উপর এই ভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে কী অপরাধ করেছি আমরা? তাহলে বলে দিন, বাংলা ভাষা নিষিদ্ধ।” রাজস্থানের বিষয়টি নিয়ে অবিলম্বে বাংলার মুখ্যসচিব মনোজ পন্থকে রাজস্থানের মুখ্যসচিবের সঙ্গে কথা বলার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। গত সপ্তাহেও এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, “এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সকলেই এই ভাষায় কথা বলতেন একথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন “তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলী ভাষায় কথা বলেন, অনেকে নেপালি ভাষায় কথা বলেন, তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে ? বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে ?”
মুখ্যমন্ত্রী জানান, বাংলা ভাষাভাষি মানুষের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা শুনলেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবেন বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
