মধ্যপ্রদেশ তোলপাড়। কথা ছিল, রতলামে আয়োজিত ‘এমপি রাইজ ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিতে যাবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯টি গাড়িই পরপর মুখ থুবড়ে পড়ল। মাঝ রাস্তায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কনভয়ের ১৯টি ইনোভা গাড়ি একটি পেট্রল পাম্প থেকে তেল ভরে। তেল ভরে কিছু দূর যেতেই একে একে থমকে দাঁড়ায় সবক’টি গাড়িই। ব্যাপার কী? তুমুল হইচইয়ের মধ্যে জানা যায়, ডিজেলের বদলে ভরে দেওয়া হয়েছে জল। ফল যা হওয়ার তাই!
এ দিকে মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ি মাঝরাস্তায় থমকে আছে জানতে পেরেই প্রশাসনে তোলপাড় শুরু হয়ে যায়। অকুস্থলে পৌঁছন বড়কর্তারা। সেখান থেকে তাঁরা সবাই মিলে যান ভারত পেট্রলিয়ামের ওই পাম্পে। যেখানে গাড়িগুলি তেল ভরিয়েছিল। সেই সময় পাম্পে হাজির হন কয়েক জন ট্রাক চালকও। তাঁদেরও অভিযোগ, ডিজেল বলে জল ভরে দেওয়া হয়েছে। পাম্পে ব্যপক হই হট্টগোল শুরু হয়ে যায়। পাম্পে দাঁড়িয়ে থাকা প্রতিটি গাড়ির ট্যাঙ্ক খুলে দেখা হয়। দেখা যায়, জলের মধ্যে সামান্য ডিজেল মিশিয়ে তা ভরে দেওয়া হয়েছে গাড়ি-ট্রাকে।
মুখ্যমন্ত্রীর কনভয়ে একটি গাড়ির চালক শুভম বর্মা বলেন, “প্রথমে দু-একটি গাড়িতে সমস্যা দেখা দেয়। তার পর একে একে সবক’টি গাড়িই আটকে যায়। তখনই আমাদের সন্দেহ হয়েছিল, তেলে কোন মিশ্রণ আছে। এখন দেখছি, সত্যি তাই। তেল বলতে গেলে ছিলই না। জল ভরে দেওয়া হয়েছিল।”
শুক্রবার রতলামে ‘এমপি রাইজ ২০২৫’ কর্মসূচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই জন্য ইন্দোর থেকে ১৯টি ইনোভা গাড়ি আনা হয়েছিল। সেই গাড়িগুলি একসঙ্গে খারাপ হয়ে যাওয়ায় নতুন করে আবার গাড়ি আনাতে হয় প্রশাসনকে। বিতর্কের গভীরতা বুঝে ভারত পেট্রলিয়াম আপাতত ওই পাম্পটি বন্ধ করে দিয়েছে। কেন এবং কী ভাবে তেলের বদলে জল ভরার কারবার চলল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় অনেকের দাবি, ওই পাম্প থেকে তেল নিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। পরে কিছু বলতে গেলে পাম্পের লোকেরা পাত্তা দেন না বলেও অভিযোগ। এই ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তেলে ভেজালের অভিযোগকে নয়া মাত্রা দিয়েছে।