কসবার ল’ কলেজে ছাত্রীকে ধর্ষণকাণ্ডে তদন্তে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, নির্যাতিতা-সহ তিন অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই এই নমুনাগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিএনএ মিল থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ আরও জোরালো হবে। এই নমুনা পরীক্ষার মাধ্যমে ঘটনার সময় কারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তা নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব হবে বলে তদন্তকারীদের মত।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিনজনের নাম নির্যাতিতার অভিযোগপত্রে উল্লেখ করা ছিল। তাদের মধ্যে একজন সরাসরি ধর্ষণে জড়িত এবং বাকি দু’জন সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় ডিএনএ পরীক্ষার ফলাফল মামলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
এদিকে, এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছে জাতীয় মহিলা কমিশন। রবিবার কলেজ পরিদর্শনে গিয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা, নির্যাতিতাকে লুকিয়ে রাখা, তথ্য গোপনের মত অভিযোগ তুলেছেন কমিশনের সদস্যা অর্চনা মজুমদার।
এই পরিস্থিতিতে তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে এবার ফরেনসিক পরীক্ষার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। এই রিপোর্টের ভিত্তিতেই ঘটনার চার্জশিট তৈরি এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও দৃঢ় করা হবে বলে সূত্রের খবর।