সন্দেশখালিতে ২০১৯ সালের তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত চালাবে। এই সিটের নেতৃত্বে থাকবেন সংস্থার যুগ্ম অধিকর্তা পদমর্যাদার এক আধিকারিক।
হাই কোর্টের এই নির্দেশে ফের একবার রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে রাজ্যে। কারণ, ওই তিন খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ ও বর্তমানে জেল হেফাজতে থাকা শেখ শাহাজাহান। ২০১৯ সালে সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়। নিহতদের পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। সেই সময় রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলেও অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করে নিহতদের পরিবার। মামলায় দাবি করা হয়, রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, ফলে এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলার পর সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত রায়দান করেন। তিনি বলেন, “নিরপেক্ষ তদন্তের স্বার্থে ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্ত আবশ্যক।”
প্রসঙ্গত, গত বছর ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র তল্লাশি অভিযানে শেখ শাহাজাহানের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনার জেরে এখন জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁর জামিনের আবেদনও বর্তমানে বিচারাধীন। এ বার পুরনো ২০১৯ সালের খুনের মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশে শেখ শাহজাহানের ভূমিকা নতুন করে তদন্তের আওতায় আসতে চলেছে।