গত বছর লোকসভা ভোটে শিকে ছেঁড়েনি ইন্ডিয়া জোটের। ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতার অলিন্দে জায়গা করে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের ইন্ডিয়াতে ফাটল। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়বে তাঁর দল। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন আপের। একইসঙ্গে জোটের নেতৃত্বে থাকা কংগ্রেসকেও একহাত নিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে চলতি বছরের শেষে নভেম্বর-ডিসেম্বর নাগাদই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনেই একা লড়ার ঘোষণা কেজরির। দিনকয়েক আগেই দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। গুজরাটের বিসবদার কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছে আপ। দলের জয়ের পর এদিন আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, “বিহার বিধানসভা নির্বাচনে আপ একাই লড়বে। কোনও জোট হবে না। যদি জোটই থাকত, তাহলে বিসবদার কেন্দ্রে কংগ্রেস কেন আলাদা করে প্রার্থী দিয়েছিল? আমাদের হারাতে চেয়েছিল কংগ্রেস। বিজেপি আমাদের ভোট কাটতে কংগ্রেসকে পাঠিয়েছিল। ইন্ডিয়ায়া জোট শুধু লোকসভা ভোটের জন্য ছিল। কংগ্রেসের সঙ্গে এখন আর কোনও জোট নেই।”
চলতি বছরের শুরুর দিকে দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে আপ। প্রায় ২৭ বছর পর দিল্লির সিংহাসনে বসেছে বিজেপি। দিল্লির ভোটেও একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল আপ। যদিও গত মাসে গুজরাটের বিসবদার ও পঞ্জাবের লুধিয়ানা আসনে উপনির্বাচনে জিতে অক্সিজেন ফিরে পেয়েছে আম আদমি পার্টি। তারপর থেকেই দলকে চাঙ্গা করতে আদা জল খেয়ে নেমেছেন কেজরিওয়াল। আর এবার বিহারের ভোটেও একা লড়ার সিদ্ধান্ত আপের।