সুকেশ চন্দ্রশেখরের নামে যে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা চলছে তাতে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সুকেশ আপাতত জেলে। গ্রেফতার না হলেও একাধিকবার তাঁকে আদালতে যেতে হয়েছে। জিজ্ঞাসাবাদে সাড়া দিতে হয়েছে। শোনা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের। এমনকী, জেল থেকে বসেও জ্যাকলিনকে লেখা সুকেশের একাধিক ‘রোম্য়ান্টিক’ চিঠিও সেই কথাই বলে। কিন্তু এবার সেই সমস্ত কিছুই অস্বীকার করলেন অভিনেত্রী। যদিও তাতেও মিলল না রেহাই। কী জানাল আদালত?
অভিনেত্রীর বিরুদ্ধে যে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল ইডি, তাকে চ্যালেঞ্জ করেই পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন জ্যাকলিন। কিন্তু বিশেষ লাভ হয়নি তাতে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলের দাবি খারিজ করেছে। জাস্টিস অনীশ দয়ালের বেঞ্চ এই রায় দিয়েছে।
বলিউড অভিনেত্রীর আইনজীবী হাইকোর্টে দাবি করেছিলেন যে তিনি যে উপহার সুকেশের থেকে পেয়েছিলেন সেগুলির অবৈধ উৎস সম্পর্কে জ্যাকলিন অবগত ছিলেন না। অভিযোগ যে দামী উপহার ‘প্রেমিকা’ জ্যাকলিনকে সুকেশ দিতেন সেগুলি ওই তছরুপের টাকায় কেনা। অভিনেত্রী মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট এবং একটি ট্রায়াল কোর্টে বিচারাধীন কার্যক্রম বাতিল করারও আবেদন করেছিলেন। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রোমোটারদের থেকে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে দীর্ঘদিন ধরেই জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। দেশজুড়ে একাধিক মামলায় তদন্ত চলছে তাঁর বিরুদ্ধে। যদিও অভিযোগ সুকেশের সঙ্গে এই জালিয়াতিতে সায় ছিল তাঁর স্ত্রী লীনারও। সুকেশ চন্দ্রশেখর, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে একাধিক বহুমূল্য উপহার দিয়েছিলেন বলে দাবি। ইডি-র (ED) দেওয়া তথ্য অনুযায়ী, জ্যাকলিনকে সুকেশ দামী গয়না থেকে শুরু করে চারটি পার্সিয়ান বিড়াল এবং ৫৭ লক্ষ টাকার একটি ঘোড়া উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, জ্যাকলিনের পরিবারকেও অনেক উপহার দিয়েছিলেন সুকেশ, বলছে ইডি-র তথ্য। হিসেব বলছে সুকেশ অভিনেত্রীকে উপহার দিতে ৭ কোটিরও বেশি টাকা খরচ করেছিলেন। অভিনেত্রীর দাবি, সুকেশ নিজেকে একজন বড় ব্যবসায়ী বলেই পরিচয় দিয়েছিলেন, এবং তাঁর ‘কনম্যান’ পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না তিনি।
জেল থেকে বসেও জ্যাকলিনকে যে সমস্ত প্রেমপত্র লেখেন সুকেশ, সেগুলি সংবাদ মাধ্যমে খুব সহজেই উপলব্ধ বললেই চলে। যদিও জ্যাকলিনের তরফে সেই চিঠির উত্তর মেলেনি। অভিনেত্রীর আইনজীবীর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
Leave a comment
Leave a comment