চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ক্রিকেট-দ্বৈরথ ফের চালু হবে কি না সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি পুরোপুরি। এদিকে এর মধ্যেই প্রশ্নের মুখে পড়ে গেল পূর্বদিকের প্রতিবেশীদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক। বিসিসিআই সূত্রে খবর, সম্ভবত স্থগিত হতে চলেছে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। যা হওয়ার কথা ছিল আগামী ১৭ থেকে ৩১ অগাস্ট। জানা গিয়েছে, বাংলাদেশে দল পাঠানোর বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও সবুজ সংকেত পায়নি ভারতীয় বোর্ড। ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জাতীয় দলে প্রত্যাবর্তনও পিছিয়ে গেল বলে মনে করছে ক্রিকেট মহল।
গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের সময় থেকেই গোটা বাংলাদেশজুড়ে বিরাজ করছে এক চূড়ান্ত অগ্নিগর্ভ পরিবেশ। বিশেষ করে, সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিতে অনেকটাই বদলে গিয়েছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। এই পরিস্থিতিতে নিরাপত্তার দিকটি মাথায় রেখেই টিম ইন্ডিয়াকে সে দেশে পাঠানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি বিসিসিআইয়ের তরফে। এদিকে শেষপর্যন্ত যদি এই সফর বাতিল হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে রো-কো জুটির প্রত্যাবর্তন আরও পিছিয়ে যাবে। টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেছিলেন এই দুই মহারথী। এরপর চলতি ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন উভয়ে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছিল, বাংলাদেশেই হয়ত প্রত্যাবর্তন ঘটতে পারে তাদের। এ বার সেই সম্ভাবনাও হয়তো বিশ বাঁও জলে।