আহমেদাবাদ বিমান দুর্ঘটনার একমাসও কাটেনি! এর মধ্যেই ক্ষতিপুরণ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। নিহতদের আত্মীয়দের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার নামে চাপ দেওয়া হচ্ছে। জোর করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ। আর তা না দিলে ক্ষতিপুরণের টাকা পাওয়া যাবে না বলেও এয়ার ইন্ডিয়ার তরফে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে দাবি। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে।
ভারতীয় এই বিমানসংস্থার দাবি, এহেন অভিযোগ সম্পূর্ণ ভুল। এমনকী এহেন অভিযোগ ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ১২ জুন দুপুরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বোয়িং বিমানটি একটি হোস্টেলের উপর ভেঙে পড়ে। এই ঘটনায় অভিশপ্ত বিমানে থাকা ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়। একই সঙ্গে মৃত্যু হয় স্থানীয় আরও বেশ কয়েকজন মানুষের। এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়।
এক কোটি টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার কথা বলা হয়। আর তা দেওয়া নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নিহতদের আত্মীয়দের দাবি, একটি ফর্মে জোর করে স্বাক্ষর করতে বলা হচ্ছে। যেখানে মৃত সদস্যের উপর তারা আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন, সেটাও লিখতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। আত্মীয়দের আশঙ্কা, ক্ষতিপূরণের অঙ্ক যাতে কম দিতে হয় সেই কারনেই ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। ভারতীয় নাগরিকদের পাশাপাশি ভয়াবহ বিমান দুর্ঘটনায় ব্রিটেন, পর্তুগাল এবং কানাডার নাগরিকের মৃত্যু হয়েছে।
ক্ষতিপুরণ পেতে একটি ব্রিটিশ ল ফার্মের সঙ্গে যোগাযোগ করে। ওই ল ফার্মটি আহমেদাবাদের আরেকটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। ওই ফার্মের দাবি, দুর্ঘটনায় মৃত আত্মীয়দের জোর করে একটি ফর্ম ভরতে বলা হচ্ছে। যেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হচ্ছে। এমনকী স্বাক্ষর করতে বলা হচ্ছে। আর তা না করলে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ওই ল ফার্মের দাবি, যে প্রশ্নগুলির উত্তর চাওয়া হয়েছে সেখানে কিছু আইনি পরিভাষা রয়েছে। কিন্তু নেই কোনও ব্যাখ্যা। পরিবারগুলিকেও এই বিষয়ে কিছু জানানো হচ্ছে না বলে দাবি ল ফার্মের।
অন্যদিকে, এক বার্তায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার পরেই দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এমনকী কিছু ক্ষেত্রে অগ্রিমও দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু তথ্য জানা প্রয়োজন বলে উল্লেখ বিমান সংস্থার। বিশেষ করে পারিবারিক সম্পর্ক কি রয়েছে তা জানার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। তা মেনেই করা হচ্ছে