এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষে এক গোপন রহস্য ফাঁস করলেন রবীন্দ্র জাদেজা। এজবাস্টনের প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে ভারতীয় অলরাউন্ডারকে। ১৩৭ বলে ৮৯ করে যান। পাশাপাশি অধিনায়ক শুভমন গিলের(২৬৯) সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৩ রানের এক মহামূল্যবান পার্টনারশিপও গড়েন তিনি। দিন শেষে এহেন দুর্দান্ত ব্যাটিংয়ের নেপথ্য কারণই ব্যখ্যা করলেন জাদেজা। জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের ছকে বাঁধা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই এই সাফল্য।
বিসিসিআইয়ের কোন নিয়ম ভেঙেছেন জাড্ডু? গত অস্ট্রেলিয়া সফর থেকেই Standard Operating Procedures(SoPs) নামে এক নয়া নিয়ম চালু করেছে বোর্ড। এই নিয়ম অনুসারে, দলের প্রত্যেক ক্রিকেটারকেই একসঙ্গে টিম বাসে চেপে মাঠে আসতে হবে। উল্লেখ্য, যে কোনও দলগত ক্রীড়াতেই এটি একটি চিরাচরিত প্রথা হলেও ভারতীয় ক্রিকেট দলে অতীতে এর ব্যতিক্রমও দেখা গিয়েছে বারবার। টিম ইন্ডিয়ার অনেক সিনিয়র তারকাই অনেকবার দলের সঙ্গে টিম বাসে না চেপে আলাদাভাবে মাঠে এসেছেন। তবে গত অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় বোর্ডের মনে হয়, এতে দলের ঐক্য নষ্ট হতে পারে। তাই তা রোধ করতেই নিয়ম চালু হয়, প্রত্যেককেই একসঙ্গে টিম বাসে করে মাঠে আসতে হবে। এজবাস্টনে
ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে জাদেজা জানিয়েছেন, দিনের শুরুতে সেই নিয়মই ভেঙেছিলেন তিনি।
তবে কি জাদেজা দলের সঙ্গে না এসে দেরিতে মাঠে ঢুকেছেন? বরং উল্টো, ভারতের সিনিয়র অলরাউন্ডার জানিয়েছেন যে এদিন বাড়তি অনুশীলনের জন্য নির্ধারিত সময়ের একটু আগেই মাঠে চলে এসেছিলেন তিনি। ব্যখ্যা দেন, “দ্বিতীয় দিনের খেলা যখন শুরু হয়, বলটা তখনও নতুন ছিল। তাই আমার মনে হয়েছিল, একটু আগে গিয়ে ব্যাটিং অনুশীলন করার প্রয়োজন রয়েছে। তাছাড়া ইংল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি কখনওই নিজেকে সেট মনে করতে পারবেন না। কারণ, এখানে দিনের যে কোনও সময়েই বল সুইং করতে পারে এবং ব্যাটের কিনারায় লাগতে পারে।” এদিকে নিয়ম লঙ্ঘন করে জাদেজার এই বাড়তি অনুশীলন যে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে তা বলাই বাহুল্য। ব্যক্তিগত ৪১ রানে দিন শুরু করেছিলেন তিনি। শেষপর্যন্ত যোগ করেন আরও ৪৮ রান।