অদ্ভুত ঘটনার সাক্ষী হলো বাঁকুড়া। রেশন কার্ডে নামের ভুল সংশোধন না হওয়ায়, অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন এক ব্যক্তি। তাঁর কাণ্ড দেখে হতবাক সকলে। ঘটনাটি যদিও ২০২২ সালের। তবে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার দৃশ্য ফের ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি সরকারি আধিকারিকের গাড়ির সামনে দাঁড়িয়ে কুকুরের মত ঘেউ ঘেউ করে চিৎকার করছেন। ওই ব্যক্তির হাতে থাকার রেশন কার্ডে তার নামের জায়গায় লেখা রয়েছে,”শ্রীকান্ত কুমার কুত্তা”!
জানা গিয়েছে যে, ওই ব্যক্তির আসল নাম শ্রীকান্ত কুমার দত্ত। কিন্তু রেশন কার্ডে ভুলবশত লেখা হয় “কুত্তা”। নামের এই অপমানজনক ভুল বারবার বলেও সংশোধন করাতে না পেরে শেষমেশ এমন প্রতিবাদের পথ বেছে নেন শ্রীকান্তবাবু। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক সরকারি আধিকারিকের গাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছেন তিনি। আর হাতের তুলে দেখাচ্ছেন রেশন কার্ড।
এহেন অপ্রত্যাশিত পরিস্থিতিতে লজ্জায় পড়ে যান ওই সরকারি অফিসার। অবশেষে ঘটনাস্থলেই দ্রুত রেশন কার্ডে সংশোধনের নির্দেশ দেন তিনি। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ২৩ লাখেরও বেশি ভিউ হয়েছে। অনেক নেটিজেন হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। একজন লিখেছেন “অফিসার সাহেবের উচিত ছিল একটা কামড় খাওয়া!”, কেউ বলেছেন, “এটাই হলো ডগি-স্টাইল প্রতিবাদ!”