ক্রিকেটের ময়দানে ‘সেঞ্চুরি’ একটি অতি পরিচিত শব্দ। তবে এ বার টেনিসের কোর্টে সেঞ্চুরি ইতিমধ্যেই কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাওয়া নোভাক জোকোভিচের। আর এই প্রথম বার নয়। র্যাকেট হাতে বিভিন্ন কোর্টে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে চলেছেন তিনি। শনিবার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জয় যার মধ্যে সাম্প্রতিকতম। এই জয়ের মাধ্যমে উইম্বলডনের ঘাসের কোর্টে নিজের শততম জয়ের কীর্তি গড়লেন ৩৮ বছরের জোকার।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এর আগে গত মাসেই ফরাসি ওপেনে নিজের শততম ম্যাচটি জিতেছিলেন ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। তার আগে জিতেছিলেন নিজের শততম খেতাব। আর এ বার গড়ে ফেললেন টেনিস দুনিয়ার সবথেকে ঐতিহ্যবাহী ঘাসের কোর্টে শততম ম্যাচ জেতার এক অসাধারণ কীর্তি। শনিবার তিনি এই শততম জয়ের পথে হারিয়েছেন নিজের দেশের মিয়োমি কেমানোভিচকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-০ এবং ৬-৪।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
বলা যেতে পারে, স্বদেশী প্রতিপক্ষকে মাথা তুলতেই দেননি সার্বিয়ান তারকা। স্বভাবতই উইম্বলডনে জয়ের সেঞ্চুরির পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। মেয়ে তারাকে সঙ্গে নিয়ে নাচতেও দেখা যায় জোকারকে। এদিকে তাঁকে হাতছানি দিচ্ছে আরও একটি সেঞ্চুরি। যা পূর্ণ করতেই পারলেই হবে বিশ্বরেকর্ড। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জিতলেই সেখানেও শততম জয়ের কীর্তি গড়ে ফেলবেন তিনি। যে কীর্তি রজার ফেডেরার, রাফায়েল নাদাল বা টেনিস দুনিয়ার আর কারওরই নেই। আবার ইউএস ওপেনেও একই কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। এই প্রতিযোগিতায় তাঁর জয়ের সংখ্যা ৯০। যদি এখানেও সেঞ্চুরি পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে ৪ টি গ্র্যান্ড স্ল্যামেই ১০০ টি করে ম্যাচ জেতার বিরল নজিল করে ফেলবেন জোকার।