রবিবার সকাল থেকে ভারতে বন্ধ আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডল। নিষেধাজ্ঞার স্ক্রিনশটসোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। নিউজ এজেন্সির এক্স হ্যান্ডলটি খুললেই সেখানে ফুটে উঠছে ‘Account Withheld’ লেখাটি। নিচে লেখা ‘legal demand’-এর কারণে এই সিদ্ধান্ত।
জানা গেছে, শুধুমাত্র ভারতে এই নিষেধাজ্ঞা জারি হলেও বাকি সব জায়গায়তেই রয়টার্সের এক্স হ্যান্ডলটি সচল রয়েছে। রয়টার্সের দু’টি অফিসিয়াল অ্যাকাউন্ট বন্ধ করা হলেও ‘রয়টার্স টেক নিউজ’, ‘রয়টার্স ফ্যাক্ট চেক’ এবং ‘রয়টার্স এশিয়া’-সহ সংবাদ সংস্থার অন্যান্য হ্যান্ডলগুলি কাজ করছে বলেই খবর। নিষেধাজ্ঞার কারণ নিয়ে এখনো ভারত সরকার বা নিউজ এজেন্সিটির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
এমনকি স্পষ্ট নয়, ভারত সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে কিনা তা-ও। এখনও পর্যন্ত জানা যায়নি যে এই নিষেধাজ্ঞা কিছু সময়ের জন্য না অনির্দিষ্টকালের জন্য। স্কিনে দেখানো ‘লিগাল ডিমান্ড’ -এর কারণ নিয়েও কিছু জানা যায়নি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অন্য দিকে এক্সের নিয়মের মধ্যে রয়েছে, তারা বিতর্কিত কোনও খবর বা হ্যান্ডলকে ব্লক করতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’-এর সময় সরকার রয়টার্স-সহ বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে চাইলে তা কার্যকর হয়নি। ৭ মের সেই আদেশই কি এখন কার্যকর করা হল?
গোটা বিশ্বে দু’শোর বেশি স্থানে রয়টার্সের ২,৬০০ জন সাংবাদিক রয়েছেন। বিশ্বের নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক খবর সর্বপ্রথম পরিবেশনের জন্য রয়টার্স পরিচিত।