আগামী পয়লা অগাস্ট আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটাররা ভোটার তালিকা সংক্রান্ত ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের’ নিয়ম মেনে এনুমারেসন ফর্ম জমা করেছেন, শুধুমাত্র তাদের নামই সংশোধিত খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। রবিবার বিকেলে সুনির্দিষ্ট বিবৃতি জারি করে এ কথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, “গত ২৪ জুন এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা বা নিয়মাবলী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন সেই নিয়মাবলী বা ঘোষণা অপরিবর্তিত থাকছে। আগামী ২৫ জুলাই এসআইআর সংক্রান্ত নথি-সহ নির্দিষ্ট ফর্ম জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনের আগে যে কোনও সময় নির্দিষ্ট ফর্ম নথি-সহ জমা দেওয়া যেতে পারে। আবেদনকারীদের ফর্ম যাচাই করার সময় যদি কোনও প্রয়োজন মনে হয় তা হলে ‘ইলেকশন রিটার্নিং অফিসার’ বা সংশ্লিষ্ট জেলা শাসক সংশোধিত খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠাতে পারেন।’
নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে তৃণমূল স্তরে ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের’ কাজ ভোটারদের সহযোগিতায় খুব সুসংগতভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে। রবিবার সন্ধ্যে ছ’টা পর্যন্ত ১ কোটি ৬৯ লক্ষ ৪৯ হাজার ২০৮ জন ভোটার ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে’ অন্তর্ভুক্ত হয়েছে। যা বিহারের মোট ভোটারের ( প্রায় ৭ কোটি ৯০ লক্ষ) ২১.৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বিহারে ৬৫ লাখ ৩২ হাজার ৬৬৩টি এনুমারেশন ফর্ম জমা পড়েছে বলে কমিশন বিবৃতিতে জানিয়েছে। আগামী ১৯ দিনের মধ্যে কমিশন তার লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারবে বলেও আশাপ্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে ৭৭,৮৯৫ জন বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এই ইনু মালেশন ফর্ম সংগ্রহ করে ভোটারদের ছবি তুলে আপলোড করছেন। এর ফলে ভোটারদের নিজেদের ছবি তুলে পাঠানোর ঝুঁকি পোহাতে হচ্ছে না। কুড়ি হাজার ৬০৩ জন ‘বুথ লেভেল অফিসার’ এই প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজে নিযুক্ত রয়েছেন এবং একইসঙ্গে ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ জন ‘বুথ লেভেল এজেন্ট’, যারা নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত তারাও এই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশনে’র কাজে যুক্ত রয়েছেন।
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংক্রান্ত ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশনে’র যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে এবং সুপ্রিম কোর্টেও একাধিক মামলা দায়ের করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিহারের ভোটারদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমেই ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে’র কাজ সঠিক লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে।
Leave a comment
Leave a comment