সোমবার ৪৪ পূর্ণ করে ৪৫-এ পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশজোড়া শুভেচ্ছায় ভাসছেন বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁকে শুভেচ্ছা জানানো হল ফিফা বিশ্বকাপের তরফে। আর তাও বেশ অভিনব একটি কায়দায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদেরকে সামনে রেখে ধোনিকে শুভেচ্ছা জানিয়েছে ফিফা বিশ্বকাপ।
ভারতের অন্যতম সফল অধিনায়ক হওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসকেও ৫ টি আইপিএল শিরোপা এবং ২ টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত ধোনি। গোটা তামিলনাড়ু তাঁকে ভালবেসে ডাকেন ‘থালা’ বলে। যার অর্থ লিডার বা নেতা। এ বার ধোনিকে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই ‘থালা’ শব্দটিই ব্যবহার করেছে ফিফা বিশ্বকাপ। সমাজ মাধ্যমে যে পোস্টটি তারা করেছে তার ক্যাপশনে লেখা ‘হ্যাপি থালা ডে’। সেই সঙ্গে তিন ফুটবল তারকার ছবিও দেওয়া হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মহেন্দ্র সিং ধোনি ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন। অন্যদিকে ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ডেভিড বেকহ্যামের জার্সি নম্বরও ৭। এছাড়া দক্ষিণ কোরিয়ার সন হিউং মিনও ৭ নম্বর জার্সি গায়ে নামেন। ফিফা বিশ্বকাপের তরফে এই তিন ফুটবলারের ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে ধোনিকে। এছাড়া একটি কেকের ছবিও দেওয়া। সঙ্গে জুড়ে দেওয়া হয়, ‘হ্যাপি থালা ডে’ লেখাটি।
এদিকে ৪৫ -এ পা দেওয়া ধোনিকে আগামী বছরের আইপিএলেও দেখা যাবে কি না তা নিয়ে কৌতূহলের অন্ত নেই মানুষের মধ্যে। গত ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও এখনও চুটিয়ে আইপিএল খেলেন তিনি। যা নিয়ে সমালোচনার ঝড়ও নেহাত কম বয়ে যায় না দেশজুড়ে। এরই মাঝে জন্মদিনে ‘থালা’কে ফিফা বিশ্বকাপের তরফে শুভেচ্ছা বার্তাটি প্রমাণ করে দিল, শুধু ক্রিকেট মহলই নয়। ধোনির অনুরাগী গোটা ক্রীড়াজগৎ।